Amit Shah Rally in Kolkata: ২৯ নভেম্বর ধর্মতলায় মহা-সমাবেশ, অমিত শাহকে চমকে দিতে চায় বঙ্গ বিজেপি
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Amit Shah Rally in Kolkata: খুঁটি পুজোর মাধ্যমে মঞ্চ তৈরির কাজ শুরু হয়ে গেল। ২৯ নভেম্বর বঞ্চিতদের নিয়ে বিজেপির সমাবেশের।
কলকাতা: ২৯ নভেম্বর শাহি সমাবেশে ‘কলকাতা চল’ কর্মসূচি উপলক্ষ্যে আজ, রবিবার কলকাতার ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে খুঁটি পুজো করা হল রাজ্য বিজেপির তরফে। বিধায়ক অগ্নিমিত্রা পাল, রাজ্যের অন্যতম সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতি তমগ্ন ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা উপস্থিত ছিলেন।
খুঁটি পুজোর মাধ্যমে মঞ্চ তৈরির কাজ শুরু হয়ে গেল। ২৯ নভেম্বর বঞ্চিতদের নিয়ে বিজেপির সমাবেশের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমাবেশের মূল বক্তা। তৃণমূল কংগ্রেসের তরফে একুশে জুলাই যে জায়গায় শহিদ সমাবেশ হয়, সেই জায়গাতেই শাহি সমাবেশ উপলক্ষে জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বঙ্গ বিজেপি শিবিরে।
আরও পড়ুন: ধর্মতলার সমাবেশের জন্য স্পেশাল ‘থিম সং’ লঞ্চ করে ফেলল বিজেপি, বদলে গেল শুভেন্দুদের ‘ডিপি’
advertisement
advertisement
কলকাতা সহ জেলায় জেলায় ইতিমধ্যেই প্রস্তুতি সভা এবং প্রচারে নেমেছে বঙ্গ পদ্ম নেতারা। লক্ষাধিক মানুষের টার্গেট। প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ কেন্দ্রীয় প্রকল্প থেকে যোগ্য হয়েও যে সমস্ত মানুষজন প্রকল্পের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত, মূলত তাঁদের নিয়েই আগামী বুধবার শাহি সমাবেশের আয়োজন।
advertisement
পুলিশের তরফে এই রাজনৈতিক কর্মসূচির অনুমতি না দেওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। শেষমেষ সিঙ্গল বেঞ্চের রায় বহাল রেখেই ডিভিশন বেঞ্চও বিজেপির সমাবেশের অনুমতি দেয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 26, 2023 4:57 PM IST