দিঘা মোহনায় বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ ওঠার সম্ভাবনাই পর্যটকদের আকর্ষণ বাড়াচ্ছে। এখানে ভেটকি, সামুদ্রিক টেংরা, চাঁদা সহ নানান প্রজাতির সামুদ্রিক মাছ মাঝেমধ্যেই ধরা পড়ছে। শীতকালে ভেটকি মাছ কিছুটা উপকূলের দিকে সরে আসে, ফলে এই সময় ছিপে বড় মাছ ওঠার সম্ভাবনাও বেশি। অনেক পর্যটকই স্থানীয় দোকান থেকে ছিপ, সুতো-টোপ কিনে নিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত মাছ ধরার অভিজ্ঞতা উপভোগ করছেন। মোহনায় কখনও কখনও আবার ৮ থেকে ১০ কেজির ওপর ভেটকি ধরা পড়েছে ছিপে, যা পর্যটকদের উৎসাহ আরও বাড়াচ্ছে।
advertisement
এক পর্যটক শিবম শী বলেন, “দিঘায় প্রায় প্রতি বছরই আসি। কিন্তু এ বার ছিপ হাতে মাছ ধরার অভিজ্ঞতা একটু অন্য রকম। মাছ উঠুক বা না উঠুক, সমুদ্রের হাওয়া আর অপেক্ষার সেই মুহূর্তটাই আলাদা আনন্দ দেয়। তবে আজ ভাগ্য ভালো, দু’টো ভেটকি উঠেছে। নিজের হাতে ধরা মাছের অনুভূতি সত্যিই অন্যরকম।”
আরও পড়ুন: শীতের শুরুতেই দিঘায় জমজমাট ক্রিকেট ফেস্টিভ্যাল, পর্যটকরাও থমকে দেখছেন টানটান খেলা
স্থানীয়দের দাবি, দিঘা মোহনায় মৎস্য শিকার এখন নতুন পর্যটন আকর্ষণ হিসেবে উঠে আসছে। এতে পর্যটকের সংখ্যা যেমন বাড়ছে, তেমনই ব্যবসার ক্ষেত্রেও বাড়তি জোয়ার এসেছে। দোকানগুলিতে এখন সহজেই ছিপ থেকে টোপ—সব ধরনের সরঞ্জাম ভাড়া পাওয়া যাচ্ছে। তবে প্রশাসনও সতর্ক, মাছ ধরার সময় জোয়ার-ভাটার দিকে নজর রাখা জরুরি। কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে প্রশাসনে যথেষ্ট সতর্ক। সব মিলিয়ে শীতের দিঘা ভ্রমণে মোহনায় মাছ ধরা পর্যটকদের এক নতুন আকর্ষণ হয়ে উঠেছে।





