Digha News: শীতের শুরুতেই দিঘায় জমজমাট ক্রিকেট ফেস্টিভ্যাল, পর্যটকরাও থমকে দেখছেন টানটান খেলা

Last Updated:

Digha News: দিঘা যাওয়ার পথে গাড়ি থামিয়ে খেলা দেখছেন পর্যটক! দিঘার রাস্তায় শুরু হল ক্রিকেট ফেস্টিভ্যাল।

+
দিঘা

দিঘা

দিঘা, মদন মাইতি: শীতের শুরুতেই দিঘা ভ্রমণে বাড়তি চমক। দিঘার রাস্তায় শুরু হয়েছে ক্রিকেট ফেস্টিভ্যাল। সকাল থেকেই খেলার মাঠে ক্রিকেটপ্রেমীদের ভিড়। ক্রিকেটপ্রেমী পর্যটকরাও গাড়ি থামিয়ে খেলাও দেখছেন। পূর্ব মেদিনীপুরের রামনগর ক্লাব আলাপন এই ক্রিকেট ফেস্টিভ্যালের আয়োজন করেছে। উপকূল এলাকার ক্রিকেটপ্রেমীদের কথা ভেবেই এই উদ্যোগ। তিন দিন ধরে চলবে এই টুর্নামেন্ট। দিঘা যাওয়ার পথে এমন দৃশ্য দেখে অনেকেই থমকে দাঁড়াচ্ছেন। উপকূলীয় এলাকায় এখন খেলার আমেজে।
রামনগর আর এস ময়দানে শুরু হয়েছে এই ক্রিকেট ফেস্টিভ্যাল। পুরোনো গ্যালারি নতুন করে সাজান হয়েছে। সকাল থেকে ঘন্টার পর ঘন্টা চলছে টানটান খেলা। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম—এই তিন জেলার মোট আটটি দল অংশ নিয়েছে। প্রতিটি দলের উৎসাহ চোখে পড়ার মত। উপকূলের এলাকার ক্রিকেটপ্রেমীরা ভিউ জমিয়েছেন খেলার মাঠে।
আরও পড়ুন: দিঘা ঘুরতে যাওয়ার আনন্দ এবার দ্বিগুণ! জগন্নাথ ধামে চালু হয়ে গেল বসে ভোগ খাওয়ার ব্যবস্থা, জেনে নিন বুকিং নম্বর
টুর্নামেন্টের মোট প্রাইজ মানি এক লক্ষ টাকা। চ্যাম্পিয়ন দল পাবে ৬০ হাজার টাকা। রানার্স আপ দল পাবে ৪০ হাজার টাকা। খেলোয়াড়দের জন্য থাকছে বিশেষ পুরস্কার। শীতের শুরুতে এমন ক্রিকেট ফেস্টিভালে খুশি উপকূলীয় এলাকার ক্রিকেটপ্রেমীরা। খেলোয়াড়দের মধ্যেও বাড়তি উত্সাহ। অনুষ্ঠান সভাপতি নিতাই সারের বলেন, “এটা শুধু টুর্নামেন্ট নয়, উপকূল অঞ্চলের মানুষের জন্য এক বড় সামাজিক উৎসব। এখন মাঠে যে উন্মাদনা দেখছি, তাতে বুঝতে পারছি মানুষ কতটা আনন্দ উপভোগ করছেন। শুধু স্থানীয় মানুষই নয়, দিঘায় বেড়াতে যাওয়া পর্যটকরাও গাড়ি থামিয়ে খেলা দেখছেন, দলগুলোর পাশে দাঁড়াচ্ছেন, ছবি তুলছেন—এটাই আমাদের সাফল্য। আমরা চাই ভবিষ্যতে এই উৎসব আরও বড় হোক, আরও বেশি দল অংশ নিক, আর উপকূল এলাকা ক্রীড়ার কেন্দ্র হিসেবে পরিচিত হোক।”
advertisement
advertisement
আরও পড়ুন: বেঙ্গালুরুর ফুল এখন পূর্ব মেদিনীপুরে! পলি গ্রিন হাউসের মাধ্যমে জারবেরা চাষে লাখ টাকা আয়
শীতের শুরুতেই এমন জমজমাট ক্রিকেট ফেস্টিভ্যাল দিঘায় পর্যটকদের মন যেন আরও বেশি আকর্ষণ করছে। এখন দিঘার হোটেল, রেস্টুরেন্ট, বাজার, দোকান—সব জায়গায় শুধু ক্রিকেট ফেস্টিভ্যালের আলোচনা। কোথাও কেউ খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে কথা বলছেন, কেউ ম্যাচের স্কোর জানতে চাইছেন, কেউ আবার কোন দুটি দলের খেলা তা নিয়ে আগাম পরিকল্পনা করছেন। পর্যটকরাও বলছেন, দিঘা ঘুরতে আসার সময় এমন খেলা উপভোগ করার সুযোগ পাওয়া সত্যিই বাড়তি আনন্দের।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha News: শীতের শুরুতেই দিঘায় জমজমাট ক্রিকেট ফেস্টিভ্যাল, পর্যটকরাও থমকে দেখছেন টানটান খেলা
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement