Fortified Rice Health Benefits: চালে থাকা হালকা দানাগুলো 'প্লাস্টিকের চাল' ভেবে ভুল করবেন না, এই চালের পুষ্টিগুণ জানলে অবাক হবেন, যা বলছেন বিশেষজ্ঞ
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
অপুষ্টি দূর করার জন্যই তৈরি করা হয় এই বিশেষ চাল। এর নাম ফর্টিফায়েড চাল। রেশন, আইসিডিএস কেন্দ্র এবং মিড ডে মিল-এ এই চাল ব্যবহার করা হয়।
চালের মধ্যে থাকা হালকা দানা বেছে ফেলে দেন? ভেবে বসেন এগুলো বুঝিবা 'প্লাস্টিকের চাল'? আর এখানেই বড় ভুল করে ফেলেন! এগরার পুষ্টিবিশেষজ্ঞ জানালেন, হালকা দানা মেশানো এই চাল সাধারণ চালের থেকে অনেক বেশি পুষ্টিকর। অপুষ্টি দূর করার জন্যই তৈরি করা হয় এই বিশেষ চাল। এর নাম ফর্টিফায়েড চাল। রেশন, আইসিডিএস কেন্দ্র এবং মিড ডে মিল-এ এই চাল ব্যবহার করা হয়।
advertisement
advertisement
পূর্ব মেদিনীপুর জেলার এগরার পুষ্টি বিশেষজ্ঞ উজ্জয়িনী বন্দ্যোপাধ্যায়ের মতে, এই চাল উচ্চমানের মানদণ্ডে পরীক্ষিত ও অনুমোদিত। এই চাল রক্তাল্পতা প্রতিরোধে বিশেষভাবে সহায়ক। শুধু তাই নয়, গর্ভাবস্থায় মহিলাদের জন্য এই চাল অত্যন্ত জরুরি। এটি ভ্রুনের বিকাশে সাহায্য করে। রক্ত উৎপাদন বাড়ায়, রক্ত কণিকা গঠন করে এবং স্নায়ুর স্বাভাবিক ক্রিয়া বজায় রাখে।
advertisement
advertisement
advertisement
