স্থানীয়রা বলছেন, যুবতীকে খুন করে এখানে ফেলে দেওয়া হয়েছে। ওই যুবতীর পরিচয় এখনও জানা যায়নি। সকালে বোতল কুড়োতে এসে বিচে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পাথরের উপরে অর্ধনগ্ন মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা।
আরও পড়ুন: প্রাথমিক দুর্নীতিতেও পার্থ-যোগ! বিস্ফোরক সিবিআই, মঙ্গলবার তোলপাড় ফেলা রিপোর্ট পেশ!
advertisement
দিঘা মন্দারমণি কোস্টাল থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। মহিলার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। কীভাবে যুবতীর মৃতদেহ সেখানে এল, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে কিনা, মহিলার পরিচয় কী, পর্যটক কিনা সমস্ত বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: আর মাত্র ৮ দিন! ‘সব’ চলে যাচ্ছে দিল্লি, অনুব্রত মণ্ডলের কোনও আবেদনেই কাজ হল না!
এ বিষয়ে পুলিশের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মৃত অর্ধনগ্ন অবস্থায় দেখে স্থানীয়রা বলছেন, যুবতীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। রাতে ওই এলাকা অন্ধকার এবং পুলিশি নিরাপত্তা খুবই কম থাকে। কারা পুলিশি নিরাপত্তা এবং স্ট্রিট লাইটের দাবি করছেন স্থানীয়রা।