এবার এই দিঘা পর্যটন মানচিত্রে আলাদা নজর কাড়তে চলেছে জগন্নাথ দেব মন্দিরের কারণে। কারণ এই দিঘাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের পুরীর আদলে জগন্নাথ দেব মন্দির খুব তাড়াতাড়ি খুলে যাবে।
দিঘার মান, সৌন্দর্য্য এবং ভ্রমণ পিপাসুদের আকর্ষণ বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়। প্রকল্প বাস্তবায়িত করতে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে। আগামী দিনে দর্শনীয় স্থানের পাশাপাশি এবার দিঘা পুরীর আদলে জগন্নাথ দেব মন্দিরের কারণে ধর্মীয় স্থান হয়ে উঠবে। তবে দিঘা পুরীর মত সমুদ্র পর্যটন কেন্দ্রের পাশাপাশি ধর্মীয় স্থান খুব তাড়াতাড়ি হয়ে উঠবে এমনই আশা প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা থেকে প্রশাসন।
advertisement
আরও পড়ুন: এটি কী প্রাণী বলতে পারবেন? থ বিজ্ঞানীরাও, আসল সত্য বেরিয়ে আসতেই আকাশ থেকে পড়ল সকলে
কারণ দিঘার নির্মীয়মান জগন্নাথ মন্দিরের কাজ চলছে দ্রুতগতিতে। সেই কাজের গতি দেখে আশা করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই এই মন্দির পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। শুধু তাই নয়, প্রশাসন সূত্রে জানা যায় দিঘায় নির্মীয়মান জগন্নাথ মন্দির এর কাজ প্রায় ষাট শতাংশ শেষ হয়েছে।
আরও পড়ুন: পুজোয় বাড়ি ফাঁকা রেখে ঘুরতে যাচ্ছেন? খুব সাবধান, নজরদারি ক্যামেরায় সব খোয়াতে পারেন
পুরীর আদলে দিঘাতে যে জগন্নাথ দেব মন্দির তৈরি করা হচ্ছে সেটি তৈরি হচ্ছে নিউ দিঘা রেলওয়ে স্টেশনের পাশে কাছে ভগীব্রহ্মপুর মৌজায়। এই মন্দিরটি পুরীর মন্দিরের আদলে তৈরি হওয়ার পাশাপাশি হচ্ছে ৬৫ মিটার উচ্চ অর্থাৎ পুরীর মন্দিরের সমান।
হিডকোর তত্ত্বাবধানে চলছে কাজ। ২০ একর জমির উপর তৈরি করা হচ্ছে এই মন্দির এবং মন্দির তৈরি করার ক্ষেত্রে রাজস্থানের বংশী পাহাড়পুরের বেলেপাথর ব্যবহার করা হচ্ছে। পর্যটকদের জন্য মন্দির খুলে দেওয়া সম্পর্কে যা প্রশাসন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে তাতে লোকসভা ভোটের আগেই দিঘার এই জগন্নাথ মন্দিরের দারোদঘাটন হবে।
Saikat Shee