Durga Puja 2023: পুজোয় বাড়ি ফাঁকা রেখে ঘুরতে যাচ্ছেন? খুব সাবধান, নজরদারি ক্যামেরায় সব খোয়াতে পারেন
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
Durga Puja 2023: অনেকেই আবার পরিকল্পনা করছেন পুজোর ছুটিতে ঘুরতে যাওয়ার।
উত্তর ২৪ পরগনা: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই শারদ উৎসবের আনন্দে মেতে উঠবে আপামর বাঙালি। ইতিমধ্যেই বিভিন্ন পুজো প্যান্ডেল গুলিতে প্যান্ডেল তৈরির কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। পুজোর কেনাকাটির জন্য বাজার গুলিতেও জমতে শুরু করেছে ভিড়। অনেকেই আবার পরিকল্পনা করছেন পুজোর ছুটিতে ঘুরতে যাওয়ার।
পুজোয় ঠাকুর দেখতে বেরোনো থেকে পুজোর ছুটি কাটাতে বাইরে যাওয়া, সব ক্ষেত্রেই আপনার বাড়ি বা ফ্ল্যাট একা পড়ে থাকবে ফাঁকা। মনকে সান্ত্বনা দিতে, বুকে বল নিয়ে ভাবছেন সিসিটিভি লাগানো রয়েছে তো, নো অসুবিধা। তবে জানেন কি আপনার বাড়ির সিসিটিভি ক্যামেরাতেই নজরদারি চালাচ্ছে দুষ্কৃতিরা। শহর ও শহরতলীর বেশ কিছু ঘটনা সামনে আসতেই, নিরাপত্তা নিয়ে এখন এই প্রশ্নই মাথাচাড়া দিয়ে উঠছে। রাতের অন্ধকারে ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে পুজোর আগেই হাত সাফাই করতে নেমেছে কিছু দুষ্কৃতি দল।
advertisement
দু থেকে তিনজনের দল করে বিভিন্ন বাড়ি লক্ষ্য করে সেই বাড়িতে রেইকি চালাচ্ছে প্রথমে। বাড়ির কোথায় কোথায় রয়েছে সিসিটিভি, তার খোঁজ নিয়ে সুযোগ বুঝে সেই সিসিটিভি অকেজো করে চলছে চুরি। ইতিমধ্যেই এমন বেশ কিছু চুরির অভিযোগ সামনে এসেছে মধ্যমগ্রাম এলাকায়। দুষ্কৃতীদের দলের যে ছবি সিসিটিভিতে ধরা পড়েছে তাতে বোঝা যাচ্ছে কম বয়সের যুবকেরাই ঘটাচ্ছে এ ধরনের কান্ড। রাতের অন্ধকারে বেশ কিছু বাড়ির মধ্যে ঢুকে তাণ্ডব চালাচ্ছে তারা।
advertisement
advertisement
আপনি হয়তো এসি চালিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন ঘরে, আর বাইরে থেকে এই দুষ্কৃত দল আপনার এসির কুলিং করা তামার পাইপটি খুলে নিয়েই চম্পট দিচ্ছে। এ ধরনের ঘটনায় এখন অতিষ্ট হয়ে উঠেছে এলাকাবাসীরা। নিরাপত্তার কারণে লাগানো সিসিটিভি এভাবে নষ্ট করে চুরির ঘটনায় চিন্তার ভাঁজ পড়েছে স্থানীয়দের কপালে। গোটা ঘটনার কথা প্রশাসনকে জানানো হলেও এখনও কোন অভিযুক্তকেই ধরতে পারেনি পুলিশ। ফলে পুলিশি নিরাপত্তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।
advertisement
সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রকাশ্যে আসা সিসিটিভি ফুটেজ গুলিতে দেখা যাচ্ছে, গেট খুলে দুষ্কৃতী দল ঢুকছে বাড়িতে। এমনকি নিজেদের কার্য সিদ্ধি করে পাঁচিল টপকে চলে যাচ্ছে পরবর্তী বাড়িতে। এলাকার বেশ কিছু বাড়ির এভাবে এসি তামার পাইপ চুরির ঘটনা সামনে আসায়, এখন কি ভাবে এই সমস্যার মোকাবিলা করবেন মধ্যমগ্রাম বাসীরা তা নিয়েই ঘনিয়েছে দুশ্চিন্তার মেঘ। যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে প্রশাসন।
advertisement
—– Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 20, 2023 7:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2023: পুজোয় বাড়ি ফাঁকা রেখে ঘুরতে যাচ্ছেন? খুব সাবধান, নজরদারি ক্যামেরায় সব খোয়াতে পারেন