Justice Abhijit Ganguly: 'ভয়ঙ্কর তথ্য...', নিয়োগ দুর্নীতিতে 'সেন'কে তলব! সিবিআই-কে তুমুল ভর্ৎসনা বিচারপতির
- Written by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Justice Abhijit Ganguly: তদন্তকারী আধিকারিককে ডেকে জিজ্ঞাসাবাদ সম্পর্কে জানলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
কলকাতা: এস. বাসু. রায় অ্যান্ড কোম্পানির কর্মী পার্থ সেন এবং অন্যতম অংশীদার কৌশিক মাঝিকে আজ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগামী শুক্রবার ফের পার্থ সেনকে তলব করা হয়েছে। আদালতে জানাল সিবিআই। তদন্তকারী আধিকারিককে ডেকে জিজ্ঞাসাবাদ সম্পর্কে জানলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এই কেস ডাইরি দেখে আমি কিছু ভয়ঙ্কর তথ্য পাচ্ছি। নিয়োগ দুর্নীতির সিটের সদস্য নয় এমন ব্যক্তিও ঘুষ দিয়ে চাকরি পাওয়া শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করেছেন, সাক্ষ্য নিয়েছেন। এমনটা কী করে সম্ভব? প্রশ্ন তোলেন বিচারপতি। কাকে টাকা দিয়ে চাকরি পেয়েছেন সেই প্রশ্নের উত্তর দেয়নি অন্তত তিনজন এই ধরনের শিক্ষক। তারা উত্তর এড়িয়ে গেছেন। জানালেন বিচারপতি।
advertisement
advertisement
একই প্রশ্ন একাধিকবার করা হয়েছে। যেন নাম বদলে কম্পিউটার থেকে কপি-পেস্ট করা হয়েছে। টাকার লেনদেন সংক্রান্ত অর্থবহ প্রশ্ন করাই হয়নি। চলতি বছরের জুলাই মাসেই এই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সিবিআইয়ের আচরণ খুবই ঢিলেঢালা।- জানালেন বিচারপতি। আদালতের নির্দেশেই টাকা দিয়ে চাকরি পাওয়া চাকরি পাওয়া চার শিক্ষক গ্রেফতার হয়েছে, সিবিআই নিজে থেকে করেনি। এদিন এমনই মন্তব্য করেন বিচারপতি।
advertisement
বিচারপতির সংযোজন, সিবিআই আদালতের সঙ্গে খেলা করছে। তারা দুর্নীতির পর্দাফাঁস করার লক্ষ্যে তদন্ত করছে না। সিবিআই অধিকর্তা প্রবীণ সুদকে নিয়োগ দুর্নীতির OMR Sheet সংক্রান্ত মামলায় রিপোর্ট পেশের নির্দেশ। নিয়োগ দুর্নীতিতে নিযুক্ত সিটের কর্মদক্ষতা নিয়ে রিপোর্ট পেশের নির্দেশ দেন বিচারপতি। এই মামলাকে গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ। সিটের সদস্যদের সঙ্গে কথা বলার নির্দেশ বিচারপতির।
advertisement
আগামী ৪ অক্টোবরের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ। ভার্চুয়ালি উপস্থিত থাকতে হবে সিবিআই অধিকর্তা প্রবীণ সুদকে। ৪ অক্টোবর দুপুর ২ টোর সময় হাজির থাকতে হবে সিবিআই অধিকর্তাকে। প্রায় একবছর কেটে গেলেও সিবিআই কার্যত কিছুই করেনি। মন্তব্য বিচারপতির।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 20, 2023 6:15 PM IST









