দিঘা নেহেরু মার্কেটের কাছে ১১৬ বি জাতীয় সড়কের ওপরে থাকা দমকা ঝড়ো হাওয়ায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ভেঙে পড়া লোহার আলোক তোরণের চাপা পড়ে দু’টি টোটো ও একটি বাইক। সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। অল্পবিস্তর আহত হয়েছেন কেউ কেউ, দাবি স্থানীয় সূত্রের। জানা যায়, শনিবার সাড়ে রাত দশটা নাগাদ সাময়িক দুর্যোগ পরিস্থিতি তৈরি হয় দিঘায়। আচমকা ঝোড়ো বাতাস বইতে শুরু করে। কয়েক মুহুর্তের ওই সময়ের মধ্যে হাওয়াতে দুলতে দুলতে ভেঙে পড়ে আলোক তোরণটি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
advertisement
রাজ্যের মুখ্যমন্ত্রী দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন বৈঠকেই আগেই কালবৈশাখীর ঝড় দুর্যোগের বিষয়ে সতর্ক করেছিলেন প্রশাসনিক আধিকারিকদের। আর কার্যত উদ্বোধনের আগেই সেই ঘটনা ঘটলো দিঘায়। উদ্বোধনের আগেই শনিবার রাতে দমকা ঝড়ো হাওয়ায় অস্থায়ী আলোক তোরণ ভেঙে পড়ল। আর এই ঘটনায় দুজন আহত হয়েছে। তাদের দিঘা স্টেট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তবে স্থানীয় বাসিন্দারা মনে করছে এই ঘটনা যদি সন্ধ্যের পর হত বড়সড় বিপত্তি ঘটত। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও উদ্বোধন ঘিরে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়রাই।
দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের সময় যত এগিয়ে আসছে, ততই প্রশাসনিক কর্তাদের ব্যস্ততা বাড়ছে। তার আগে এই প্রাকৃতিক দুর্যোগের তোরণ ভেঙে পড়ায় বাড়তি সতর্কতা অবলম্বন করেছে জেলা প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দিঘায় আলোকসজ্জা অস্থায়ী তোরণ ছাড়াও সমস্ত পরিকাঠামো আরও একবার খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। এমনকি অস্থায়ী আলোকসজ্জার তোরণগুলিকে নিরাপত্তার স্বার্থে আরও পাকাপোক্তভাবে গড়ে তোলার কাজ শুরু হয়েছে।
সৈকত শী





