একটি ছোট গাড়িতে করে দিঘা থেকে বাড়ির পথে ফিরছিল চারজন পর্যটক। কাঁথির মেছাদা বাইপাস এর কাছে দুর্ঘটনার কবলে পড়ে তাদের গাড়ি।স্থানীয় দোকানদার ও প্রত্যক্ষদর্শীদের কথায় ওই ছোট গাড়িটি দ্রুতগতিতে একটি গাড়িকে ওভারটেক করার পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা যাত্রীবাহী বাসে সজোরে ধাক্কা মারে। ছোট গাড়িটি বাসের সামনে ঢুকে যায়।
advertisement
ঘটনাটি ঘটে এদিন দুপুরের পর। স্থানীয় দোকানদার ও পথ চলতি মানুষেরা ছোট গাড়ির পেছনে থাকা দুজনকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে এবং হাসপাতালে পাঠায়। হাসপাতালে যাওয়ার পথেই একজনের মৃত্যু হয়। অন্যদিকে গাড়িটি বাসের সামনে ঢুকে যাওয়ায় ছোট গাড়ির চালক ও সামনের সিটে বসে থাকা এক ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়।
আরও পড়ুন: থাকবেন মমতা, পাশে থাকবেন অভিষেক! কালীপুজোর পরই বিরাট কাণ্ড তৃণমূলে
ছোট গাড়িটিকে ক্রেনের সাহায্যে বাসের সামনে থেকে বের করা হয়। পুলিশ ওই দুটি মৃতদেহ উদ্ধার করে। এর ফলে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয় দিঘা যাওয়ার ১১৬ বি জাতীয় সড়ক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মেছোদা বাইপাস জুড়ে। বাইপাসের ফুটপাত দখল করে চলছে ইট বালির ব্যবসা যার ফলে এই সমস্ত মালপত্র পড়ে থাকার ফলে জাতীয় সড়ক অবরুদ্ধ হচ্ছে। আর প্রায়শই দুর্ঘটনা ঘটছে।
আরও পড়ুন: বড় স্বস্তি বিজেপি নেতা সৌমিত্র খাঁ-র! বালি-অস্ত্র মামলায় বিরাট নির্দেশ হাইকোর্টের
এই দুর্ঘটনায় মৃতদের এখন নাম ও পরিচয় উদ্ধার করতে পারেনি কাঁথি থানার পুলিশ। প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগ জেলার বিভিন্ন রাজ্য সড়ক ও জাতীয় সড়ক গুলিতে দুর্ঘটনা এড়াতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। তারপরও নানান সময় পথ দুর্ঘটনা ঘটছে এবং দুর্ঘটনায় প্রাণও বলি হচ্ছে। এদিন এ রকমই একটি পথ দুর্ঘটনায় প্রাণ হারাল তিনজন।
—– Saikat Shee