TMC Mamata Banerjee: থাকবেন মমতা, পাশে থাকবেন অভিষেক! কালীপুজোর পরই বিরাট কাণ্ড তৃণমূলে
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
TMC Mamata Banerjee: পুরনো কর্মী ও বর্ষীয়ান নেতাদের সংবর্ধনা। যাঁরা অনেকদিন সক্রিয় রাজনীতিতে নেই, বসে গিয়েছেন, তাঁদেরকে গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে আসা।
কলকাতা: দীপাবলি মিটলেই আন্দোলনে ঝাঁঝ বাড়াতে চলেছে তৃণমূল কংগ্রেস। আগামী ১৬ নভেম্বর বিজয়া সম্মেলনের আদলে সভা করতে পারে তৃণমূল। সূত্রের খবর, সেই সভায় বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ শীর্ষ নেতারা। রাজ্যের বিভিন্ন প্রান্তের নেতারা থাকবেন। লোকসভার আগে এই সভা থেকে আন্দোলনের ডাক দিতে পারে তৃণমূল কংগ্রেস।
পুরনো কর্মী ও বর্ষীয়ান নেতাদের সংবর্ধনা। যাঁরা অনেকদিন সক্রিয় রাজনীতিতে নেই, বসে গিয়েছেন, তাঁদেরকে গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে আসা। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তাই এখন থেকেই একজোট হওয়ার লক্ষ্যে এগোবে তৃণমূল। কলকাতাতেও বিধানসভা ভিত্তিক বিজয়া সম্মিলনী হচ্ছে শাসক দলের তরফে।
advertisement
advertisement
লক্ষ্য লোকসভা। তাই প্রতিদিন প্রচারে থাকার নির্দেশ দলের নেতা-কর্মীদের। পুজো মিটতেই রাস্তায় নামার নির্দেশ দলের নেতা-কর্মীদের। কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চনা নিয়ে এলাকায় রোজ রোজ প্রচার করতে বলা হয়েছে। বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে সেই প্রচারে জোর দিতে বলা হয়েছে। রাজভবনের ধরনা মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস জানিয়েছিল, ৩১ অক্টোবর অবধি তারা অপেক্ষা করবে৷
advertisement
কেন্দ্র যথাযথ জবাব না দিলে ১ তারিখ থেকে ফের রাস্তায় নামা হবে, এমনটাই জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামবেন। সূত্রের খবর, এই আন্দোলন করার জন্য সব বিধায়ক তার এলাকার ব্লক ভিত্তিক বঞ্চিতদের তালিকা তৈরি করছেন তা নিয়ে আন্দোলন হবে। দীপাবলি মিটতেই মমতা বন্দ্যোপাধ্যায় ঝাঁপিয়ে পড়বেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 01, 2023 2:47 PM IST