আরও পড়ুন- বিশ্বের সবচেয়ে মহার্ঘ্য এই গোলাপি আম মেলে ভারতেও! প্রতি কেজির দাম ৩ লক্ষ টাকা!
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রের খবর, রবিবার বিকালে অনিকেত তাঁর বাবার ফোনে একটি মেসেজ পাঠায়। মেসেজে সে লেখে “বাবা তুমি ভালো থেকো।” হঠাৎ ছেলের এমন মেসেজ পাঠানোয় হতভম্ব হয়ে পড়েন তাঁর বাবা। তড়িঘড়ি বাড়ি ফিরে দেখেন অনিকেতের পড়ার ঘর বন্ধ রয়েছে। বন্ধ ঘর খুলেই দেখেন গলায় ফাঁস লাগানো অবস্থায় ঘরের মধ্যে ঝুলছে অনিকেত। তড়িঘড়ি অনিকেতকে উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
আরও পড়ুন- সিঁড়ি থেকে পড়ে গুরুতর আহত প্রবীণ নেতা লালু প্রসাদ যাদব! ভাঙল কাঁধের হাড়
দেহ উদ্ধার করে ডায়মন্ডহারবার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় সোমবার। বাবা মায়ের একমাত্র সন্তান ছিল অনিকেত। পরিবার সূত্রে খবর, অনিকেতের চাহিদামতোই মোবাইল, মোটরবাইক সহ নানান জিনিস তাঁকে কিনেদিয়েছিলেন বাবা মা। কিন্তু তারপরও কেন এমন ঘটনা ঘটল তা বুঝে উঠতে পারছেননা অনিকেতের বাবা মা। অন্যদিকে, অস্বাভাবিক এই মৃত্যুর তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ।
Anisuddin Mollah