Lalu Prasad Yadav: সিঁড়ি থেকে পড়ে গুরুতর আহত প্রবীণ নেতা লালু প্রসাদ যাদব! ভাঙল কাঁধের হাড়
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Lalu Prasad Yadav Falls from Stairs: বেশ কয়েকটি পশুখাদ্য কেলেঙ্কারির মামলায় দোষী সাব্যস্ত হয়ে, আরজেডি সুপ্রিমো মাস দুয়েক আগেই জামিনে মুক্তি পেয়েছেন।
#পাটনা: পড়ে গিয়ে ব্যাপক চোট পেলেন বর্ষীয়ান নেতা লালু প্রসাদ যাদব। রবিবার পড়ে গিয়ে কাঁধ ভেঙেছে এবং পিঠে আঘাত লেগেছে RJD সভাপতি লালু প্রসাদের। পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রবিবার তাঁর স্ত্রী আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর বাসভবনে ছিলেন। ওই বাড়িতেই সিঁড়িতে পড়ে যান লালু প্রসাদ।
দীর্ঘদিন ধরেই নানান স্বাস্থ্য জটিলতায় ভুগছেন লালু প্রসাদ। সম্প্রতি কিডনির সমস্যার চিকিৎসার জন্য বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেনও তিনি। রবিবার সিঁড়িতে পড়ে যাওয়ার পরেই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। “ডাক্তারি পরীক্ষায় তাঁর কাঁধে ফ্র্যাকচার দেখা গিয়েছে। যে জায়গায় আঘাত তার চারপাশে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে দেওয়া হয় এবং আপাতত ওষুধ দিয়ে বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয়েছিল,” বলেন লালু প্রসাদের এক ঘনিষ্ঠ সহযোগী।
advertisement
advertisement
কাঁধে এবং পিঠে ব্যথা ছাড়া আপাতাত “কোনও সমস্যা টের পাচ্ছেন না” সত্তরোর্ধ্ব লালু যাদব। রাঁচির একটি বিশেষ সিবিআই আদালতে বছরের পর বছর ধরে বেশ কয়েকটি পশুখাদ্য কেলেঙ্কারির মামলায় দোষী সাব্যস্ত হয়ে, আরজেডি সুপ্রিমো মাস দুয়েক আগেই জামিনে মুক্তি পেয়েছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 04, 2022 8:22 AM IST