আইন-শৃঙ্খলা রক্ষাকারী অপরাধ দমনে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা। সেই পুলিশের আহ্বানে এমন অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আপ্লুত বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েরা। দারুণ উৎসাহের সঙ্গে এদিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করল ওরা। কেউ অঙ্কন করল, কেউ আবার গান ও আবৃত্তি করল। অনুষ্ঠান শেষে হাতে মিলল পুরস্কার, এতে ভীষণ আনন্দিত সকলে। ওদের কাছে অন্য একটা দিন। এমন অনুষ্ঠানে বিভিন্ন প্রান্ত থেকে ডাক এলেও পুলিশের উদ্যোগে এমন অনুষ্ঠান ওদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
advertisement
আরও পড়ুন: মাছ ধরার জালে উঠল হারিয়ে যেতে বসা কচ্ছপ! তারপর কি হল জানেন…
এ প্রসঙ্গে ছাত্রছাত্রীরা জানায়, এই ধরনের অনুষ্ঠান তাদের কাছে আরও সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। অনুষ্ঠান মঞ্চের বিশিষ্ট মানুষের কথায় অনুপ্রাণিত হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশের পক্ষ থেকে জানান হয়, সাধারণ মানুষের মধ্যে পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতা বোধ বাড়াতে বিভিন্ন কর্মসূচি আয়োজিত হয়। সমাজের সর্বস্তরে মানুষকে বিভিন্নভাবে সচেতনতা। সেই দিক থেকে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ওদের মধ্যে এ বিষয়ে কতটা ধারণা রয়েছে তা জানার চেষ্টা। সেইদিক গুরুত্ব রেখেই আমন্ত্রণ জানান।
রাকেশ মাইতি





