উদ্ধার হওয়া সামগ্রী সরকারি সম্পত্তি বলেই জানা গিয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। এ নিয়ে দোকানের মালিক বাসুদেব মণ্ডল জানিয়েছেন, এলাকায় বিদ্যুৎ দফতরে কাজের দায়িত্বে থাকা জনৈক স্বদেশ বারিক দু’জন হকারের কাছে বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রয় করেছিলেন। সেই হকারদের থেকেই তিনি ওইসব জিনিসপত্র কিছু না বুঝেই কিনেছিলেন।
আরও পড়ুন : শুনলে বিশ্বাস করবেন না! মাত্র ২ টাকায় জামাকাপড় বিক্রি হল এই হাটে, শপিংয়ের সঙ্গে ছিল ‘গিফটও’
advertisement
এই ঘটনার পর বাসুদেব মণ্ডল ও তাঁর দোকানে মালপত্র বিক্রি করতে আসা আরও দু’জনকে আটক করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা জিনিসপত্র উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। কিন্তু কীভাবে ওই দোকানে এল ওই সরকারি সরঞ্জাম, তা খুঁজে দেখছে পুলিশ। ভাঙাচোরা দোকানে ট্রান্সফরমার বিক্রির খবর শুনে স্থানীয়রাও সেগুলি দেখতে আসেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনায় সঠিক তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ। এদিকে বাসুদেব মন্ডল বিজেপি করেন বলে জানা গিয়েছে। ফলে তাঁর দোকান থেকে এই সমস্ত সামগ্রী উদ্ধার হওয়ায় আরও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার পর সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। বাসুদেব মন্ডল যদিও জানিয়েছেন, তিনি কোনও দোষ করেননি। তিনি শুধুমাত্র হকারদের কাছ থেকে এই জিনিসপত্র কিনেছেন। কিন্তু সরকারি সম্পত্তি হকারদের কাছ থেকে কীভাবে কোনও কাগজপত্র ছাড়া কিনলেন, তিনি তা নিয়ে উঠেছে প্রশ্ন।