শুনলে বিশ্বাস করবেন না! মাত্র ২ টাকায় জামাকাপড় বিক্রি হল এই হাটে, শপিংয়ের সঙ্গে ছিল 'গিফটও'

Last Updated:
Bolpur 2 Rupees Haat : মাত্র ২ টাকার বিনিময়ে বোলপুর সংলগ্ন নীলডাঙা গ্রামে জামাকাপড়ের হাট বসিয়েছেন তিনি। ওই গ্রামের প্রায় ৩০০ মানুষ মাত্র ২ টাকায় নিজেদের পছন্দের জামাকাপড় কিনেছেন।
1/5
বীরভূম,সৌভিক রায়: সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর পুজো পার্বণ হোক বা অন্য যে কোন অনুষ্ঠান সব সময় নতুন জামা কাপড় না পড়লে অনেকের হয়তো পোষায় না। নতুন নতুন জামা কাপড় পড়ে অনেকেই ফটোশুট করে থাকেন। তবে বর্তমানে এমন বহু মানুষ রয়েছে যারা নতুন তো দূরে থাক পুরনো জামা কাপড় পরিধান করতে পারেন না। অভাব অনটনের মধ্যে দিন খায় দিন যায় মত ব্যাপার থাকে অনেকের। একই জামা কাপড় পড়ে দিনের পর দিন কাটান এমন বহু মানুষ আমরা রাস্তায় যাতায়াতের মধ্যে দেখতে পাই।
সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর পুজো পার্বণ হোক বা অন্য যে কোন অনুষ্ঠান, নতুন জামা কাপড় না পড়লে অনেকের মন ভরে না। নতুন নতুন জামা কাপড় পড়ে অনেকেই ফটোশুট করে থাকেন। তবে বর্তমানে এমন বহু মানুষ রয়েছেন, যাঁরা নতুন তো দূরে থাক, পুরনো জামা কাপড় পরিধান করতে পারেন না। অভাব অনটনের মধ্যে দিন কাটানোর মত ব্যাপার থাকে অনেকের। একই পোষাক পরিধান করে দিনের পর দিন কাটান এমন বহু মানুষ আমরা রাস্তায় যাতায়াতের মধ্যে দেখতে পাই।
(ছবি ও তথ্য: সৌভিক রায়)
advertisement
2/5
অনেকেই হয়তো তাদের দেখে সহানুভূতি বোধ করে কিছু টাকা তাদের হাতে দেন আবার অনেকেই না দেখার ভান করে এড়িয়ে চলেন। তবে এদের মধ্যে এমন কিছু মানুষ রয়েছেন যারা এই হত দরিদ্রদের কথা চিন্তা করে দীর্ঘক্ষন লড়ে যান। তাদেরই মধ্যে রয়েছেন বীরভূমের বাসিন্দা বুদ্ধিস্বর মন্ডল। দীর্ঘ প্রায় তিন বছর থেকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দুঃস্থ গরিব মানুষদের জন্য পুরনো জামা কাপড় সংগ্রহ করছেন। অনেকেই জামা কাপড় হালকা একটু ছিড়ে গেলেই সেগুলি ফেলে দেন তাদের কাছেই সেই সমস্ত জামা কাপড় সংগ্রহ করেন তিনি।
অনেকেই হয়ত তাদের দেখে সহানুভূতি বোধ করে কিছু টাকা তাদের হাতে দেন। আবার অনেকেই না দেখার ভান করে এড়িয়ে চলেন। তবে এদের মধ্যে এমন কিছু মানুষ রয়েছেন যারা এই হত দরিদ্রদের কথা চিন্তা করে দীর্ঘক্ষন লড়ে যান। তাদেরই মধ্যে রয়েছেন বীরভূমের বাসিন্দা বুদ্ধিস্বর মন্ডল। দীর্ঘ প্রায় তিন বছর থেকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দুঃস্থ গরিব মানুষদের জন্য পুরনো জামা কাপড় সংগ্রহ করছেন। অনেকেই জামা কাপড় হালকা একটু ছিড়ে গেলেই সেগুলি ফেলে দেন। তাদের কাছেই সেই সমস্ত জামা কাপড় সংগ্রহ করেন তিনি।
(ছবি ও তথ্য: সৌভিক রায়)
advertisement
3/5
আর সেই জামাকাপড় সংগ্রহ করে বিভিন্ন প্রান্তিক এলাকায় গরিব মানুষদের মাত্র দু'টাকার বিনিময়ে দান করছেন তিনি। তার কথায় দু টাকা নেওয়ার কারণ যাতে কেউ এটা মনে না করেন যে তাকে বিনা পয়সায় দেওয়া হচ্ছে সেটি। আর সেই দুই টাকার বিনিময়ে জামাকাপড় কিনলে তাদের উপহার হিসাবে দেওয়া হচ্ছে ১০ টাকার ডিটারজেন্টের প্যাকেট দেওয়া হচ্ছে।
আর সেই জামাকাপড় সংগ্রহ করে বিভিন্ন প্রান্তিক এলাকায় গরিব মানুষদের মাত্র দু'টাকার বিনিময়ে দান করছেন তিনি। তার কথায় দু টাকা নেওয়ার কারণ, যাতে কেউ এটা মনে না করেন যে তাকে বিনা পয়সায় দেওয়া হচ্ছে সেটি। আর সেই দুই টাকার বিনিময়ে জামাকাপড় কিনলে তাদের উপহার হিসাবে দেওয়া হচ্ছে ১০ টাকার ডিটারজেন্টের প্যাকেট।
(ছবি ও তথ্য: সৌভিক রায়)
advertisement
4/5
মাত্র ২ টাকার বিনিময়ে বোলপুর সংলগ্ন নীলডাঙা গ্রামে জামাকাপড়ের হাট বসিয়েছেন তিনি। ওই গ্রামের প্রায় ৩০০ মানুষ মাত্র ২ টাকায় নিজেদের পছন্দের জামাকাপড় কিনেছেন। জানা গেছে বীরভূমের বোলপুর থানার অন্তর্গত কাসিম বাজারের বাসিন্দা বুদ্ধিশ্বর পেশায় মার্শাল আর্ট প্রশিক্ষক। জেলার বিভিন্ন প্রান্তে শতাধিক ছেলে-মেয়েদের মার্শাল আর্ট শেখান তিনি।
মাত্র ২ টাকার বিনিময়ে বোলপুর সংলগ্ন নীলডাঙা গ্রামে জামাকাপড়ের হাট বসিয়েছেন তিনি। ওই গ্রামের প্রায় ৩০০ মানুষ মাত্র ২ টাকায় নিজেদের পছন্দের জামাকাপড় কিনেছেন। জানা গিয়েছে, বীরভূমের বোলপুর থানার অন্তর্গত কাসিম বাজারের বাসিন্দা বুদ্ধিশ্বর পেশায় মার্শাল আর্ট প্রশিক্ষক। জেলার বিভিন্ন প্রান্তে শতাধিক ছেলে-মেয়েদের মার্শাল আর্ট শেখান তিনি।
(ছবি ও তথ্য: সৌভিক রায়)
advertisement
5/5
বুদ্ধিশ্বর বাবুর কথায় পুরনো জামা কাপড় হলেও সেগুলিকে ভাল ভাবে পরিষ্কার করে এবং আয়রন করে তারপরে বিক্রি করা হয়। তবে এই ডিটারজেন্ট দেওয়ার পিছনে কারণ দুই টাকার বিনিময়ে অনেকেই জামা কিনে থাকেন,ফলে দু টাকার বিনিময়ে জামা কিনে যদি দশ টাকা দামের একটি ডিটারজেন্ট পাউডার উপহার হিসাবে পান তাহলে আরও আগ্রহ হিসেবে দরিদ্র মানুষেরা জামা কাপড় কিনতে আসবেন আর সেই কারণেই তার এই সিদ্ধান্ত। যদিও তিনি জানান তাঁর এই কাজে অনেকেই তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
বুদ্ধিশ্বর বাবুর কথায় পুরনো জামা কাপড় হলেও সেগুলিকে ভালভাবে পরিষ্কার করে এবং আয়রন করে তারপরে বিক্রি করা হয়। তবে এই ডিটারজেন্ট দেওয়ার পিছনে কারণ দুই টাকার বিনিময়ে অনেকেই জামা কিনে থাকেন। ফলে দু টাকার বিনিময়ে জামা কিনে যদি দশ টাকা দামের একটি ডিটারজেন্ট পাউডার উপহার হিসাবে পান, তাহলে আরও আগ্রহ দেখিয়ে দরিদ্র মানুষজন জামা কাপড় কিনতে আসবেন। আর সেই কারণেই তাঁর এই সিদ্ধান্ত। যদিও তিনি জানান, তাঁর এই কাজে অনেকেই তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
(ছবি ও তথ্য: সৌভিক রায়)
advertisement
advertisement
advertisement