স্থানীয় মানুষের বিশ্বাস যে দেবী ওলাইচণ্ডীর পুজো করলে নাকি মহামারি থেকে রক্ষা পাওয়া যায়। বিনপুর থানার কুই গ্রামে গ্রামে পূজিত হয়ে আসছেন দেবী ওলাইচণ্ডী।বর্তমানে পুজোর জাঁকজমক বেড়েছে কয়েকগুণ।
আরও পড়ুন: খাবারে ভেজাল? ক্ষতিকর রং মেশানো? নিমেষেই পর্দা ফাঁস হবে এবার, পেটে কী যাচ্ছে জানতে পারবেন
তবে এবারের পুজো অন্যবারের থেকে কিছুটা ভিন্ন। পেহেলগাঁও হামলার পর রাগে ফুঁসছে গোটা দেশ। এই আবহে পুজো কমিটি এবং ভক্তরা নিজেদর সুস্থতা সুখ, সমৃদ্ধির পাশাপাশি মায়ের কাছে আবেদন জানিয়েছেন ভারতের সেনাবাহিনীর প্রতিটি জওয়ানের সুস্থতা, সুখ, সমৃদ্ধির।
advertisement
আরও পড়ুন: ঢপের চপ থেকে বাতেলা ফুলুরি মানুষের মন জয় করেছে এই চপের দোকান
এই পুজোর নিয়ম মানতে স্নান করে সেখান থেকে মাটিত দন্ডি কেটে অর্থাৎ সাষ্টাঙ্গে প্রনাম করতে করতে পুজোর স্থল পর্যন্ত আসতে হয়। যা যথেষ্টই কষ্ট সাধ্য। টানা আটদিন চলে এই পুজো, সঙ্গে মেলা ও নানা অনুষ্ঠান। শুধু ঝাড়গ্রাম নয় এখন পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ড, ওড়িশা,বিহার থেকেও ভক্তরা আসেন এখানে পুজো দিতে।