TRENDING:

Fire News: শিল্পনগরীতে গভীর রাতে ভয়াবহ আগুন! পুড়ে ছাই ১০-এর বেশি দোকান, লাখ টাকার ক্ষয়ক্ষতি 

Last Updated:

Fire News: ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন। প্রায় দু'ঘণ্টারও বেশি সময় লাগে আগুন নিয়ন্ত্রণে আনতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হলদিয়া: রাতের অন্ধকারে বিধ্বংসী আগুনের কবলে শিল্পনগরী হলদিয়া। হলদিয়ার দুর্গাচক সুপার মার্কেটের সামনে ফুটপাতের উপর থাকা পরপর কয়েকটি দোকানে আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হলদিয়া জুড়ে। হলদিয়া মেচেদা রাজ্য সড়কের পাশে সুপার মার্কেটের সামনে ফুটপাতে টাকা বেশ কয়েকটি দোকানে শুক্রবার রাতে সাড়ে ১১টার পর আগুন লাগে। স্থানীয় মানুষজন এবং দমকলের অনুমান শট সার্কিট থেকেই আগুন লাগে। শর্টকাট কিক থেকে প্রথম আগুন লাগে একটি দশকর্মা ভাণ্ডারে। আর সেখান থেকেই সারিবদ্ধভাবে পাশে থাকা দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।
advertisement

হলদিয়ার এই আগুনের ঘটনার প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়দের কাছ থেকে জানা যায়, দশকর্মা ভাণ্ডার থেকে আগুন ছড়িয়ে পড়ে ফাস্টফুড, চা এবং কাপড়-সহ পরপর বেশ কয়েকটি দোকানে। ফাস্টফুড দোকানে গ্যাস সিলিন্ডার এবং ফ্রিজ ব্লাস্ট করায় আগুন আরও ভয়াবহ আকার নেয়। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন। প্রায় দু’ঘণ্টারও বেশি সময় লাগে আগুন নিয়ন্ত্রণে আনতে। আগুন নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে দোকান ঘর এবং দোকানের ভিতরে থাকা জিনিসপত্র। এই ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

advertisement

আরও পড়ুন: লক্ষ্মীর ভান্ডারে এখন ঢুকছে হাজার টাকা! ভোটের দিনে একী কাণ্ড ঘটালেন মহিলারা? বিরাট চমক

আরও পড়ুন: হাওড়া-বর্ধমান লাইনে চলবে কাজ! ট্রেন যাত্রীদের কি দুর্ভোগ বাড়বে? সবটা জেনে নিন

View More

হলদিয়া শহরে রাতের এই বিধ্বংসী আগুনে সর্বস্বান্ত হয়ে যাওয়া ফাস্টফুড দোকানের মালিক চন্দন সাহু জানান,  দোকানে পরের দিনের জন্য মালপত্র মজুত করে রাত সাড়ে আটটার সময় বাড়ি যান। আর রাতে সাড়ে এগারোটার পর তার কাছে ফোন আসে তাদের লাইনে থাকা পরপর বেশ কয়েকটি দোকানে আগুন লেগেছে। এই আগুনের ঘটনায় তার দোকান পুরো ভস্মীভূত হয়েছে। দোকানের ফ্রিজ, গ্যাস, সিলিন্ডার বাসনপত্র সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। পুড়ে ছাই হওয়া একটি ফুল দোকানের মালিক জানান, প্রথম শটিসার্কিট থেকেই আগুনটি লাগে। তারপর আগুন ছড়িয়ে পড়ে পাশের খাবারের দোকানে সেখান থেকে গ্যাস সিলিন্ডার বাস করে আগুন ভয়াবহ রূপ নেয়। সমস্ত দোকান পুড়ে ছাই হয়েছে। অবশিষ্ট বলে কিছু নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক।

advertisement

ক্ষতিগ্রস্ত দোকানদারদের দাবি, এই আগুনের ঘটনায় তারা সম্পূর্ণ নিঃস্ব হয়েছেন। প্রতিটি দোকানে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফুটপাতের উপর এই দোকানগুলি তাদের একমাত্র রুটি রোজকারের পথ ছিল। কিন্তু সেটুকু শুক্রবার রাতের আগুনে ধুলিস্যাৎ হয়েছে। পুনরায় যাতে তারা নতুনভাবে দোকান করতে পারেন, তার জন্য সরকারের কাছে আর্থিক সাহায্য প্রত্যাশা করেছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কামারপুকুর রামকৃষ্ণ মঠে বিরাট কালীপুজো, শ্যামবর্ণা দেবীর দর্শনে ভক্তের ঢল
আরও দেখুন

সৈকত শী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fire News: শিল্পনগরীতে গভীর রাতে ভয়াবহ আগুন! পুড়ে ছাই ১০-এর বেশি দোকান, লাখ টাকার ক্ষয়ক্ষতি 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল