Lakshmir Bhandar: লক্ষ্মীর ভান্ডারে এখন ঢুকছে হাজার টাকা! ভোটের দিনে একী কাণ্ড ঘটালেন মহিলারা? বিরাট চমক

Last Updated:

Lakshmir Bhandar: যেমন কথা তেমন কাজ! মহিলাদের অ্যাকাউন্টে ঢুকছে ৫০০ নয়, ১০০০ টাকা! তাই বলে এমন কাণ্ড ঘটবে ভাবার বাইরে! জানুন

+
title=

পূর্ব বর্ধমান: অসময়ে চাঁদা তুলে লক্ষ্মীর আরাধনা। সারা বছর দেবী লক্ষ্মীর আরাধনা হয়ে থাকে। তবে সাধরণত প্রতিমা এনে লক্ষ্মী পুজো হতে দেখা যায় কোজাগরী লক্ষ্মী পুজোর সময়।এবার অসময়ে লক্ষ্মী প্রতিমা এনে পুজোর আনন্দে মেতে উঠলেন পূর্ব বর্ধমানের এই গ্রামের মহিলারা।পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দু’নম্বর ব্লকের আষ্টে কুড়ি গ্রামের বাসিন্দাদের একাংশ মেতে উঠলেন দেবী লক্ষীর আরাধনায়। মুকসিমপাড়া পঞ্চায়েতের অন্তর্গত এই গ্রামে চাঁদা তুলে লক্ষ্মীপুজোর ব্যবস্থা করেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু এই লক্ষী পুজোর নেপথ্যে ঠিক কি কারণ রয়েছে জানেন ? রাজ্য সরকারের ঘোষণা মত বৃদ্ধি পেয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা। আর সেই টাকা বাড়ার আনন্দে লক্ষ্মী আরাধনার ব্যবস্থা করেন আষ্টে কুড়ি গ্রামের বাসিন্দাদের একাংশ।
এই প্রসঙ্গে স্থানীয় এক ব্যক্তি বলেন, “আমাদের সমাজে মায়েরা এগিয়ে থাকলে সবাই এগিয়ে থাকে। সরকার মায়েদের কথা ভেবে লক্ষ্মীর ভান্ডার ৫০০ টাকা থেকে হাজার টাকা করেছে। এতে আমাদের মহিলা সমাজ ভীষণভাবে আপ্লুত। পরিবারের কল্যাণের জন্য , এলাকার কল্যাণের জন্য মায়েরা, স্থানীয় মহিলারা নিজেরা চাঁদা তুলে এই পুজো করছে। ” লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির আনন্দে আয়োজিত এই লক্ষ্মী পূজায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে গ্রামের মহিলারাও। রাজ্য সরকারেরএই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এই আয়োজন বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।
advertisement
advertisement
লক্ষীর ভান্ডারের ব্যানার টাঙিয়ে, তার সামনে লক্ষ্মী প্রতিমা রেখে পুজোর আয়োজন করে গ্রামের মানুষেরা। পূর্বস্থলী ২ নম্বর ব্লকের আষ্টে কুড়ি গ্রামে আয়োজিত এই লক্ষ্মীপুজো প্রসঙ্গে স্থানীয় এক মহিলা বলেন,  “আমরা লক্ষী ভান্ডার ৫০০ টাকা করে পেতাম কিন্তু এ মাস থেকে হাজার টাকা করে পাচ্ছি। এতে আমরা খুবই আনন্দিত। লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ার জন্য আমরা খুবই আনন্দিত। এবং এই জন্যই আমরা মহিলারা মিলে চাঁদা তুলে এই লক্ষ্মী পুজোর আয়োজন করেছি।”
advertisement
প্রসঙ্গত সরকারের ঘোষণা মত এপ্রিল মাস থেকে বৃদ্ধি পেয়েছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। যে সমস্ত উপভোক্তারা লক্ষ্মীর ভান্ডারে ৫০০ টাকা পেতেন, তাদের সেই ভাতা বেড়ে হয়েছে ১০০০ টাকা। অন্যদিকে যে সমস্ত মহিলারা ১০০০ টাকা করে ভাতা পেতেন, তাদের সেই ভাতা বেড়ে দাঁড়িয়েছে ১২০০ টাকায়। আর যার জেরে খুশি হয়েই ধনদেবীর পুজোর আয়োজন করলো আষ্টে কুড়ি গ্রামের গ্রামবাসীরা।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lakshmir Bhandar: লক্ষ্মীর ভান্ডারে এখন ঢুকছে হাজার টাকা! ভোটের দিনে একী কাণ্ড ঘটালেন মহিলারা? বিরাট চমক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement