Digha Summer Special Train: দিঘা যাওয়া এবার আরও সহজ ও সস্তা! তিন জোড়া সামার স্পেশাল ট্রেন চালু! জানুন কখন কোথা থেকে ছাড়বে!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Digha Summer Special Train: পর্যটকদের জন্য সুখবর! বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত । জেনে নিন কখন কোথা থেকে ছাড়বে এই স্পেশাল ট্রেনগুলি!
পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র পর্যটন কেন্দ্র দিঘা! শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই বাঙালি পর্যটকদের প্রথম পছন্দ। গরীবের গোয়া নামে খ্যাত দিঘা। দিঘায় সব শ্রেণির পর্যটকরা আসেন। প্রতিটি ঋতুতে দিঘার সমুদ্র সৈকত জনকলরবে প্লাবিত হয়। প্রতিবছর গরমের ছুটির শুরু হলে দিঘায় পর্যটকের সংখ্যা দ্বিগুণ হয়।photo source collected
advertisement
advertisement
advertisement
সাঁতরাগাছি থেকে দিঘা আবার দিঘা থেকে সাঁতরাগাছি সামার স্পেশাল এক্সপ্রেস। অন্যদিকে মালদা টাউন দিঘা ও দিঘা মালদা টাউন সামার স্পেশাল এক্সপ্রেস চলবে।০২৮৯৭ সাঁতরাগাছি দিঘা সামার স্পেশাল এক্সপ্রেস প্রতি রবিবার সকাল ৮ টা ১০ মিনিটে সাঁতরাগাছি থেকে ছেড়ে উলুবেরিয়া, বাগনান, মেছাদা, তমলুক, কাঁথি স্টেশনে নির্দিষ্ট সময়ে থেমে দিঘা পৌঁছাবে সকাল ১১ টা বাজে ৫৫ মিনিটে।photo source collected
advertisement
advertisement
অন্যদিকে ভারতীয় রেল সূত্রে জানা যাচ্ছে মালদা টাউন দিঘা পর্যন্ত একজোড়া সামার স্পেশাল ট্রেন চলবে। এই ট্রেনটির মালদা টাউন থেকে শনিবার দুপুর ১টা ৪৫ মিনিটে ছেড়ে রামপুরহাট, সাঁইথিয়া, অন্ডাল, আসানসোল, আদ্রা, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, খড়গপুর, পাঁশকুড়া, তমলুক, কাঁথি হয়ে দিঘা পৌঁছাবে পরের দিন ভোর চারটের সময়।photo source collected
advertisement
advertisement