Train News: হাওড়া-বর্ধমান লাইনে চলবে কাজ! ট্রেন যাত্রীদের কি দুর্ভোগ বাড়বে? সবটা জেনে নিন
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Sanchari Kar
Last Updated:
Train News: হাওড়া-বর্ধমান কর্ড লাইনের বালিতে এবং হাওড়া-বর্ধমান মেন সেকশনে রেল ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজ। নিত্যযাত্রীদের সুবিধার্থে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে হাওড়া ডিভিশন।
হাওড়া: হাওড়া-বর্ধমান কর্ড লাইনের বালিতে এবং হাওড়া-বর্ধমান মেন সেকশনে রেল ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজ হবে। নিত্যযাত্রীদের সুবিধার্থে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে হাওড়া ডিভিশন। রেলের পরিভাষায় যা বলা হয়েছে, তা হল এই আগামী ২২ এপ্রিল থেকে ২৯ জুন, প্রতিদিন ১৫০ মিনিট ধরে ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক থাকবে।
advertisement
advertisement
advertisement
advertisement
সূত্রের খবর, তার জন্য ১২৩৭০ দেহরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেসকে ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে বর্ধমানে নিয়ে যাওয়া হবে। ১২৩২৮ দেহরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেসকে ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে। ১৫২৭২ মুজফ্ফর-হাওড়া জনসাধারণ এক্সপ্রেসকেও ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ০৩০৫১ হাওড়া-বর্ধমান মেমু ট্রেনটিকে ডানকুনি দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।রাকেশ মাইতি









