স্থানীয় সুত্রে জানা যায়, হিঙ্গলগঞ্জের মঠবাড়ি গ্রাম এলাকার মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে ঘরে হঠাৎই আগুন লেগে যায়, তার চিৎকারে প্রতিবেশীরা আগুন নেভানোর কাজ করলেও, শেষ রক্ষা হয়নি একটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। সেখানে রাখা একটি বাইক আগুনে পুড়ে যাও ও কয়েকটি পোষ্য হাঁস, মুরগি অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়।
আরও প়ড়ুন: গ্রামে নেই একটাও দোতলা বাড়ি! বাঁকুড়ার এই গ্রামের অজানা গল্প জানুন
advertisement
আগুনে ভষ্মীভূত হয়ে যাওয়ার ফলে ক্ষতি হয়েছে প্রায় কয়েক লক্ষ টাকা। এই আগুন দ্রুত ছড়িয়ে গেলেও, গ্রামের মানুষ আগুন নেভানোর কাজে হাত লাগায়। ঘটনার ফলে দমকলের ইঞ্জিন আসার আগেই পুড়ে ছাই হয়ে যায়।
ঘরটি বড়সড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেল গ্রামের একাধিক বাড়ি। শর্ট সার্কিট থেকে আগুন লাগল! নাকি অন্তর্ঘাত না কেউ আগুন লাগিয়ে দিল! নাকি এর পিছনে অন্য কোনও কারণ কিংবা প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে কিনা সেটাও প্রশ্নচিহ্নের মুখে।
জুলফিকার মোল্যা