দীপ দীপাবলি বা দেব দীপাবলি হল কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে সন্ধ্যায় দীপ জ্বালিয়ে উৎসব পালন। এই উৎসব ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে দারুণভাবে উদযাপিত হয়। সেই মত হাওড়ার নদীপাড়েও এই উৎসবে সামিল হয় হাজার হাজার মানুষ। হুগলি নদীর পশ্চিম পাড়ে লক্ষ লক্ষ দ্বীপ জ্বলে ওঠে সন্ধ্যায়। এদিনে হাওড়ায় হুগলি তীরবর্তী বঙ্গেশ্বর মহাদেব মন্দিরে রীতিমত মানুষের ঢল নামে।
advertisement
দেব দীপাবলির দিন বঙ্গেশ্বর মহাদেব মন্দির সেজে ওঠে। এবার চতুর্থ বর্ষে আরও আকর্ষণীয়ভাবে সাজিয়ে তোলা হয়েছে। চতুর্দিক পুষ্প এবং দ্বীপের আলোয় সাজানো হয়। আরতি, মন্ত্র পাঠ এবং দীপ জ্বালানো হয়। এদিনে হাজার হাজার মানুষ হাজির হয় মন্দির প্রাঙ্গণে।
এই মন্দিরের নদী পাড়ে পঞ্চশীরের বিশাল আকৃতির শিব মূর্তি ছাড়াও বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে। সারা বছর অসংখ্য ভক্ত সমাগম ঘটে। সারা বাংলা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন ভক্তরা। এই দেব দীপাবলিতে মন্দির চত্বরে বিপুল ভক্ত সমাগম বা মানুষের উপস্থিতি থাকে। এককথায় তিল ধারণের জায়গা থাকে না।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ প্রসঙ্গে এক মন্দির কর্তৃপক্ষ প্রভুনাথ তিওয়ারি জানান, দীপ দীপাবলিতে হিন্দু শাস্ত্র মতে স্বর্গ থেকে দেবদেবীর মর্তে আগমন ঘটে। তাই দেবদেবীর আহ্বানে দীপ জ্বালানোর রীতি রয়েছে। সেই রীতিমতোই হাওড়ার বঙ্গেশ্বর মহাদেব মন্দিরে দিওয়ালি পালিত হয়। এই উৎসবকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের আগমন ঘটে এবং মন্দিরের সঙ্গে যুক্ত বিশিষ্ট মানুষজনও হাজির হন এদিন।





