Peda: তিনিই এখন ব্র্যান্ড! তাঁর নামেই পুরুলিয়ার প্রসিদ্ধ মিষ্টির নামকরণ 'শিশিরের পেঁড়া', স্বাদে-গন্ধে অতুলনীয়, জেলার গণ্ডি পেরিয়ে চেটেপুটে খাচ্ছে বিদেশিরাও
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
Purulia Famous Peda: তিনিই এখন ব্র্যান্ড। কারণ তার নামেই পুরুলিয়ার একটি বিখ্যাত মিষ্টির নামকরণ হয়েছে, যার নাম 'শিশিরের পেঁড়া'। এই পেঁড়া জেলার গণ্ডি পেরিয়ে পৌঁছে গিয়েছে বিদেশের মাটিতেও। আপনি খেয়েছেন শিশিরের পেঁড়া?
পুরুলিয়া, শান্তনু দাস: এলাকায় তিনিই এখন ব্র্যান্ড। কারণ তার নামেই পুরুলিয়ার একটি বিখ্যাত পেঁড়ার নামকরণ হয়েছে যার নাম ‘শিশিরের পেঁড়া’। এই পেঁড়া আজ শুধুমাত্র পুরুলিয়াতেই নয়, জেলার গণ্ডি পেরিয়ে পৌঁছে গিয়েছে বিদেশের মাটিতেও।
পুরুলিয়ার কাশীপুরের তালাজুড়ি মোড়ে অবস্থিত মা কালী মিষ্টির দোকানের এই বিশেষ পেঁড়া আজ বহু মানুষের প্রিয় মিষ্টান্ন হিসেবে পরিচিত। প্রায় পঞ্চাশ বছর আগে এলাকারই বাসিন্দা শিশির কর্মকার নিজের হাতে এই পেঁড়া তৈরির সূচনা করেছিলেন।
আরও পড়ুনঃ কম খরচে বেশি ফলন! পঞ্জাবের প্রসিদ্ধ আলু বীজ এখন চন্দ্রকোনার বাজারে, চাষিদের পোয়া বারো
প্রথমদিকে এই মিষ্টির তেমন প্রচার না হলেও, পেড়ার অতুলনীয় স্বাদই একে জনপ্রিয় করে তোলে। ধীরে ধীরে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে এই মিষ্টির খ্যাতি। আর তখন থেকেই লোকমুখে এই পেঁড়ার নাম হয়ে যায়, ‘শিশিরের পেঁড়া’। শিশির কর্মকারের তৈরি এই পেড়া মূলত দুধ ও খোয়ার নিখুঁত সংমিশ্রণে প্রস্তুত হয়। স্বাদে নরম, মিষ্টিতে মাধুর্য আর ঘ্রাণে এক বিশেষ আকর্ষণ, এটাই ‘শিশিরের পেড়া’-র আসল বৈশিষ্ট্য।
advertisement
advertisement

পুরুলিয়ার বিখ্যাত শিশিরের পেঁড়া
বর্তমানে এই পেঁড়ার চাহিদা বিপুল। শুধু তালাজুড়ি নয়, গোটা পুরুলিয়া জেলা জুড়ে এখন এই মিষ্টির সুনাম। এমনকি, দেশ ছাড়িয়ে বিদেশেও রফতানি হচ্ছে এই বিখ্যাত পেঁড়া।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দোকানে আসা ক্রেতারা জানান, ‘আর পাঁচটা পেঁড়ার সঙ্গে ‘শিশিরের পেড়া’-র তুলনা চলে না। এর স্বাদ একদম আলাদা, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে’। পঞ্চাশ বছরের ঐতিহ্য ও স্বাদের উত্তরাধিকার আজও গর্বের সঙ্গে বয়ে চলেছে শিশির কর্মকারের ‘শিশিরের পেঁড়া’।
advertisement
নিখুঁত স্বাদ আর ভালবাসার ছোঁয়ায় এটি আজ মিষ্টিপ্রেমীদের হৃদয়ে এক অনন্য পেঁড়া হিসেবে স্থান করে নিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya,West Bengal
First Published :
November 06, 2025 10:40 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Peda: তিনিই এখন ব্র্যান্ড! তাঁর নামেই পুরুলিয়ার প্রসিদ্ধ মিষ্টির নামকরণ 'শিশিরের পেঁড়া', স্বাদে-গন্ধে অতুলনীয়, জেলার গণ্ডি পেরিয়ে চেটেপুটে খাচ্ছে বিদেশিরাও
