গ্রামের বাসিন্দা পতিত পাবন মাহাতো বলেন, “প্রথমে একজনের ডেঙ্গি ধরা পড়ে। তিনি কিছুদিন হাসপাতালে ভর্তি থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। পরে গ্রামের একজন ছাত্রী আক্রান্ত হলে তাকে প্রথমে খাতড়া মহকুমা হাসপাতাল এবং সেখান থেকে বাঁকুড়া মেডিক্যালে পাঠান হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যেই আরও একজনের ডেঙ্গি ধরা পড়েছে।”
বাসিন্দা অলক রায় বলেন, “গ্রামের চারিদিকে ঝোপঝাড় হয়ে রয়েছে। প্রশাসনের তরফে সেগুলি পরিষ্কারের ব্যবস্থা করলে ভাল হয়।” ওই গ্রামের শান্তনু হালদার জানান, তার বাবা মঙ্গলবার ডেঙ্গি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গ্রামে আরও বেশ কয়েকজন জ্বরে আক্রান্ত। তাই গ্রামের সবাই আতঙ্কে রয়েছেন। দ্রুত প্রশাসনের তরফে স্বাস্থ্য পরীক্ষা করার ব্যবস্থা করার প্রয়োজন।
advertisement
আরও পড়ুন: দিঘা যাওয়া এবারে আরও সহজ! স্পেশ্যাল লোকাল চালাচ্ছে রেল, লক্ষাধিক পর্যটকদের জন্য বড় পদক্ষেপ
খাতড়া মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার অসিত কুমার হেমব্রম বলেন এই মুহূর্তে দু\’জন ডেঙ্গি আক্রান্ত ভর্তি রয়েছেন। আক্রান্তদের চিকিৎসার জন্য হাসপাতালে সব রকম ব্যবস্থা রয়েছে। তবে বাসিন্দাদের আরও বেশি করে সচেতন থাকতে হবে। এই বর্ষার মরসুমে বাড়ির আশেপাশে কোথাও জল জমে থাকলে তা পরিষ্কারের ব্যবস্থা করতে হবে। কারণ জমা জল থেকেই ডেঙ্গির মশার জন্ম হয়।
আরও পড়ুন: অফিস টাইমে দেরিতে ট্রেন! শিয়ালদহ ডিভিশনে শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক যাত্রী সমিতির
বিএমওএইচ (খাতড়া) প্রশান্ত মজুমদার বলেন, ওই গ্রামে ব্লক প্রশাসন ও পঞ্চায়েতের তরফে ধারাবাহিকভাবে সাফাই অভিযান সহ জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। স্বাস্থ্য দফতরের কর্মীরা নিয়মিত সচেতন করছেন বাসিন্দাদের। ব্লক প্রশাসন সহ স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে স্বাস্থ শিবির করারও ব্যবস্থা করা হবে বলে তিনি বলেন।






