অফিস টাইমে দেরিতে ট্রেন! শিয়ালদহ ডিভিশনে শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক যাত্রী সমিতির

Last Updated:

নতুন পরিষেবা নিয়ে আশ্বস্ত করল শিয়ালদহ ডিভিশন 

* সময় মেনে ট্রেন চালানো হোক, আধিকারিকদের কাছে অনুরোধ যাত্রী সমিতির
* সময় মেনে ট্রেন চালানো হোক, আধিকারিকদের কাছে অনুরোধ যাত্রী সমিতির
কলকাতা: সময় মেনে ট্রেন চালানো হোক। অফিস টাইমে রোজ দেরিতে ট্রেন চলছে। সেই সময় বজায় রাখা হোক। দমদম থেকে শিয়ালদহ দ্রুত ট্রেন নিয়ে আসা হোক। একাধিক দাবি জানিয়ে যাত্রী সমিতি বৈঠক করল শিয়ালদহ ডিভিশনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে। বৈঠকে উঠে আসে লালগোলা সেকশনে মেমু রেক চালানোর প্রসঙ্গ। এমনকি রানাঘাট থেকে শিয়ালদহ অবধি অফিস টাইমে সকালে কেন মেমু রেক চালানো হচ্ছে সেই প্রসঙ্গ উঠে আসে।
যাত্রী পরিষেবা, নতুন ট্রেন এবং স্টপেজের দাবি নিয়ে যাত্রী সমিতিগুলির সাথে বৈঠক করলো শিয়ালদহ বিভাগ।
শিয়ালদহ বিভাগের পূর্ব রেলওয়ে বিভিন্ন যাত্রী সমিতির সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করে, যেখানে যাত্রী পরিষেবা উন্নয়ন ও নতুন দাবিদাওয়া নিয়ে আলোচনা হয়। ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডি.আর.এম) শ্রী রাজীব সাক্সেনা-র সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বিভাগের ১৫টি যাত্রী সমিতির প্রতিনিধিরা পূর্ণ উপস্থিতি জানান।
advertisement
advertisement
বৈঠকে যাত্রী সমিতির প্রতিনিধিরা ভ্রমণের অভিজ্ঞতা উন্নত করতে একাধিক নতুন প্রস্তাব উত্থাপন করেন। এর মধ্যে নতুন ট্রেন পরিষেবা চালু করা এবং বিভিন্ন স্টেশনে অতিরিক্ত ট্রেন থামানোর দাবি উল্লেখযোগ্য। এছাড়াও যাত্রী পরিষেবার ঘাটতি চিহ্নিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। জবাবে, শিয়ালদহ বিভাগ জানায় যে, বিভাগে থাকা সমস্ত স্টেশনে প্রয়োজনীয় যাত্রী সুবিধাগুলি ইতিমধ্যেই শুরু রয়েছে, তবুও উন্নতির জন্য প্রয়াস অব্যাহত থাকবে।
advertisement
ডি.আর.এম শ্রী রাজীব সাক্সেনা আশ্বাস দেন যে উত্থাপিত প্রস্তাবগুলি কার্যকরতার দৃষ্টিকোণ থেকে খতিয়ে দেখা হবে এবং যথাযথ পদক্ষেপ দ্রুত নেওয়া হবে।
তিনি আরও জানান, যাত্রী কল্যাণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। গত অর্থবর্ষ (২০২৩-২৪)-এ যাত্রী সুবিধার জন্য ₹৭৫.৭৫ কোটি বরাদ্দ করা হয়েছিল এবং চলতি অর্থবর্ষে (২০২৪-২৫) এই খাতে আরও ₹৮২.১১ কোটি বরাদ্দ করা হয়েছে। এই তহবিলের বৃদ্ধি যাত্রীদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার উদ্দেশ্যেই।
advertisement
এই সমন্বয়মূলক বৈঠক শিয়ালদহ বিভাগের যাত্রী প্রতিনিধিদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার এবং যাত্রী পরিষেবা উন্নত করতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অফিস টাইমে দেরিতে ট্রেন! শিয়ালদহ ডিভিশনে শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক যাত্রী সমিতির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement