সেখানে চিকিৎসা চলার পর জানা যায় তাঁর মা ডেঙ্গিতে আক্রান্ত রয়েছেন। মৃতার ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে রয়েছে ডেঙ্গির উল্লেখ। এমনটাই জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, চন্দনা দেবীর মৃত্যু হয়েছে সেপটিক শকের কারণে। যে কথা লেখা রয়েছে ডেথ সার্টিফিকেটে। সেখানে সেপটিক শকের জন্য যে আটটি কারণ উল্লেখ করা হয়েছে, তার অন্যতম ডেঙ্গি। আর এই ঘটনার পর বিজেপি নেতা তথা মৃতার ছেলে তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন।
advertisement
ক্ষোভ উগড়ে দিয়েছেন পুরনিগমের ভূমিকা নিয়ে। বলেছেন, ডেঙ্গি নিয়ন্ত্রণের জন্য সেই ভাবে সদর্থক ভূমিকা পালন করছে না আসানসোল পৌরনিগম। তাঁর আরও অভিযোগ, ঠিকমতো সাফাই হচ্ছে না। স্যানিটাইজেশন হচ্ছে না। ডেঙ্গি নিয়ন্ত্রণের জন্য যে যে পদক্ষেপ গুলি করা উচিত, সেই সব করতে বিশেষ ভাবে দেখা পাওয়া যাচ্ছে না পুরনিগমের কর্মীদের।
আরও পড়ুন: পায়ের ব্যথায় কাবু? হলুদ-সবুজ কলা ছেড়ে লাল কলা খান, শরীরের এমন উপকার ভাবতেও পারবেন না!
অন্যদিকে, এই ঘটনার পর বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। সেখানে ডেঙ্গি নিয়ন্ত্রণের জন্য আসানসোল পুরনিগমকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন তিনি। একই সঙ্গে বলেছেন, যাতে আসানসোল পুরনিগম এলাকায় সম্পূর্ণ বিনামূল্যে সবাই রক্ত পরীক্ষা করাতে পারেন, সেই ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে ডেঙ্গি নিয়ন্ত্রণের জন্য মশা দমন করতে হবে। তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে পুরনিগমের জনপ্রতিনিধি ও আধিকারিকদের।
Nayan Ghosh