Red Banana Health Benefits: পায়ের ব্যথায় কাবু? হলুদ-সবুজ কলা ছেড়ে লাল কলা খান, শরীরের এমন উপকার ভাবতেও পারবেন না!
- Published by:Raima Chakraborty
- local18
Last Updated:
Red Banana Health Benefits: হাড় মজবুত করার জন্য এর গুণ প্রচুর। রক্ত পরিশ্রুত করা ও মেটাবলিজম বাড়াতেও দারুণ কার্যকরী লাল কলা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তবে এই কলা গাছে কখনওই রাসায়নিক সার প্রয়োগ করা যাবে না একমাত্র জৈব সার এই কলা গাছের জন্য উপযোগী। তবে ১৫ দিন বা এক মাস অন্তর অন্তর সার প্রয়োগ করতে হবে। তারা প্রসাদ জানান, এই লাল কলার স্বাদ একেবারে হলুদ কলার মতোই, কিন্তু উপকারিতা অনেক। এই কলা কিডনিতে পাথর প্রতিরোধ করতে সাহায্য করে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ত্বক ভাল রাখতেও কাজে লাগে।
advertisement