‘জল কত করে? দাও তো!’ চলন্ত ট্রেনে জল কিনলেন কে? পোশাক দেখে চেনা যায়নি, হকার ‘রেট’ বলতেই সর্বনাশ!
১০,৪০০ কোটি টাকা স্যালারি, সঙ্গে বোনাস! তাও চাকরিটা নিলেন না যুবক! কারণ শুনলে চমকে যাবেন আপনিও
গত ১৫ ই জুলাই থেকে ২৪ শে জুলাই পর্যন্ত জেলাতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৩। জেলা পরিষদের জনস্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, গোটা জেলায় কালনা মহকুমাতেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪৩। জেলায় সব থেকে বেশি রয়েছে এই মহকুমার পূর্বস্থলী ২ ব্লকে। সেখানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৯। বর্ধমান উত্তর মহকুমায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা মোট ২৯ জন। বর্ধমান সদর দক্ষিণ মহকুমায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন মোট ২১ জন। কাটোয়া মহাকুমায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৬ জন। এরই পাশাপাশি জেলার পুর এলাকার মধ্যে বর্ধমান পুরসভা এলাকায় ৩ জন এবং মেমারী পুরসভায় ১ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ জুলাই পর্যন্ত পাওয়া তথ্যে গুসকরা, কালনা, কাটোয়া এবং দাঁইহাট পুরসভায় কেউ ডেঙ্গি আক্রান্ত হননি।
advertisement
জেলা পরিষদের জনস্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, গতবছর জানুয়ারী মাসে ডেঙ্গি আক্রান্ত ছিলেন ১৩ জন, ফেব্রুয়ারীতে ১৪জন, মার্চ মাসে ৭জন, এপ্রিল মাসে ১০ জন, মে মাসে ১৭ জন, জুন মাসে ১৫ জন এবং জুলাই মাসে আক্রান্ত হয়েছিলেন ৩৪ জন। সেখানে ২০২৫-এও জানুয়ারী মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৩জন, ফেব্রুয়ারী মাসে ১১ জন, মার্চ মাসে ৯ জন, এপ্রিল মাসে ৬ জন, মে ৮ জন, জুন মাসে ১২ জন এবং চলতি জুলাই মাসে ৪৪জন আক্রান্ত হয়েছেন।
পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধক্ষ্য বিশ্বনাথ রায় জানিয়েছেন, ডেঙ্গি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। এবছর তাঁরা অনেক আগে থেকেই ডেঙ্গি রোধে জেলা জুড়ে কাজ শুরু করে দিয়েছেন। সেজন্য ডেঙ্গির যে প্রকোপ বাড়ে এই বর্ষার সময় কার্যত তাঁরা তা অনেকটাই রুখে দিতে পেরেছেন। যে এলাকাগুলোতে ডেঙ্গির প্রকোপ দেখা যাচ্ছে সেই এলাকাগুলিতে বাড়তি নজর দেওয়া হচ্ছে।
সায়নী সরকার