১০,৪০০ কোটি টাকা স্যালারি, সঙ্গে বোনাস! তাও চাকরিটা নিলেন না যুবক! কারণ শুনলে চমকে যাবেন আপনিও
- Published by:Tias Banerjee
Last Updated:
১০,৪০০ কোটি টাকার বেতনের চাকরি কেউ ফিরিয়ে দেয়? শুনতে অবিশ্বাস্য লাগলেও, ঘটনাটি একেবারেই সত্যি! এমন মোটা অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এক AI বিশেষজ্ঞ।
চাকরি যেন এখন স্বপ্নের মতো—হাতছোঁয়া দূরত্বে থাকে, কিন্তু মুঠোয় ধরা যায় না। লক্ষ লক্ষ তরুণ-তরুণী প্রতিদিন ইন্টারভিউয়ে যাচ্ছে, সিভি পাঠাচ্ছে, রেফারেন্স খুঁজছে—তবু একটা ভাল চাকরির জন্য তাদের যুঝতে হচ্ছে ভয়াবহ প্রতিযোগিতা আর অনিশ্চয়তার সঙ্গে। কখনও বয়স পার করে যাচ্ছে, কখনও স্কিল মেলে না, আবার কোথাও চাকরি মিললেও স্যালারি টেনে টানাটানি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তাহলে এই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণ? মূলত নিজের প্রযুক্তির স্বাধীনতা ও নিয়ন্ত্রণ হারাতে চাননি ড্যানিয়েল। Meta-র উদ্দেশ্য ছিল তাঁর AI অ্যালগরিদমের পূর্ণ অধিকার পাওয়া, এবং সেটি অন্য কোনও প্রতিদ্বন্দ্বী কোম্পানির হাতে যাতে না যায় তা নিশ্চিত করা। কিন্তু ড্যানিয়েল তাঁর প্রযুক্তি নিজের হাতে রাখতেই আগ্রহী ছিলেন।
advertisement
advertisement