TRENDING:

দিল্লির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির এবার আসানসোলেই! বিগ বাজেটের পুজোয় চোখ ধাঁধানো চমক, ভাবছেন কীভাবে যাবেন? এক ক্লিকে রুট ম্যাপ

Last Updated:

Asansol Durga Puja: আসানসোলের বিগ বাজেটের পুজোর মধ্যে অন্যতম ধেমোমেন কোলিয়ারির পুজো। এবার ৫৫'তম বর্ষে পদার্পণ করেছে। প্রায় ৫০ লক্ষ টাকার বাজেটে আসানসোলে গড়ে উঠেছে দিল্লির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান, আসানসোল, রিন্টু পাঁজা: অবশেষে বাঙালির অপেক্ষার অবসান। কথায় আছে বাঙালির বারো মাসে ১৩ পার্বন। তার মধ্যে শ্রেষ্ঠ দুর্গাপুজো। এই দুর্গাপুজোর জন্য বাঙালিরা অপেক্ষায় থাকেন ৩৬৫ দিন। তাই এই পুজোতে যারা বাইরে থাকেন কাজের তাগিদে, তারাও এই উৎসবে মেতে উঠতে বাড়ি ফেরেন। আর বাড়ি ফিরেই পরিবারকে নিয়ে বেরিয়ে পরেন প্যান্ডেল হপিংয়ে।
advertisement

এবারে আসানসোলের বিগ বাজেটের পুজোর মধ্যে অন্যতম ধেমোমেন কোলিয়ারির পুজো। যা দেখতেই ইতিমধ্যেই দূর দূরান্তের বহু মানুষ ভিড় জমিয়েছেন। কাতারে কাতারে মানুষ আসছেন এখানে। আসানসোল ধেমোমেন কোলিয়ারির পুজো এবার ৫৫’তম বর্ষে পদার্পণ করছে।

আরও পড়ুনঃ আর দিল্লি ছুটতে হবে না, বহরমপুরেই লোটাস টেম্পল! জলের উপর রঙিন আলোর খেলা, কমল দর্শনে জনজোয়ার

advertisement

এবারে তারা দর্শনার্থীদের চমক দিতে তৈরি করেছেন দিল্লি অক্ষরধামের আদলে পুজোর মণ্ডপ। সুদক্ষ মিস্ত্রি নিয়ে এসে সুন্দর কারুকার্যে সাজিয়ে তোলা হয়েছে পুজোর মণ্ডপ। আপনি গেলে সহজে ধরতেই পারবেন না যে, আপনি আসানসোলে রয়েছেন নাকি দিল্লির অক্ষরধামে।

View More

পুজোর বাজেট প্রায় ৫০ লক্ষ টাকার কাছাকাছি। যা আসানসোল শহরের মধ্যে বিগ বাজেটের পুজো। কীভাবে যাবেন এই মণ্ডপে? নিয়ামতপুর যাওয়ার রুটে গোপালপুর পেরিয়ে পাবেন ধেমোমেন কলিয়ারি গেট। সেই রাস্তা ধরে একটু গেলেই পেয়ে যাবেন পুজো মণ্ডপ।

advertisement

আরও পড়ুনঃ কৃত্রিম ঝলকানি নয়, ২৫ প্রজাতির গাছে সেজে উঠল পুজো মণ্ডপ! দুর্গোৎসবের অন্তরালে লুকিয়ে…! জ্ঞান চক্ষুর উদয় কী হবে!

এই মণ্ডপে গেলেই দর্শনার্থীরা প্রথমে দেখতে পাবেন চন্দননগর থেকে নিয়ে আসা বাহারি আলোকসজ্জা। তার মধ্যে কোনওটা স্থির, আবার কোনও পুতুল করছে নড়াচড়া। যা বাচ্চাদের কাছে একটা মনোরঞ্জনের জায়গা হয়ে উঠেছে। এর পরে মাঠেই রয়েছে দিল্লির অক্ষরধামের আদলে পুজোর মণ্ডপ। সেখানেও বিভিন্ন আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

মণ্ডপের ভিতরে দেখতে পাবেন কেদারনাথ মন্দিরের দৃশ্য। ও সাবেকিয়ানার ধাঁচে প্রতিমা। সব মিলিয়ে আলোকসজ্জা এবং সমগ্র মণ্ডপ দেখতে প্রচুর মানুষের ভিড় শুরু হয়েছে। পুজো কমিটির সদস্য অমরনাথ শর্মা বলেন, ‘প্রত্যেক বছরই আমরা বিভিন্ন থিমের মণ্ডপ তৈরি করার চেষ্টা করি। এই পুজোটা ধেমোমেন কলিয়ারীর ECL ওয়ার্কারদের পুজো। দিনের থেকে রাত বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের ভিড় আরও বাড়ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দিল্লির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির এবার আসানসোলেই! বিগ বাজেটের পুজোয় চোখ ধাঁধানো চমক, ভাবছেন কীভাবে যাবেন? এক ক্লিকে রুট ম্যাপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল