কৃত্রিম ঝলকানি নয়, ২৫ প্রজাতির গাছে সেজে উঠল পুজো মণ্ডপ! দুর্গোৎসবের অন্তরালে লুকিয়ে...! জ্ঞান চক্ষুর উদয় কী হবে!
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Jalpaiguri Durga Puja: মানিপ্লান্ট, নারকেল, সুপারি, বকুল, টগর-সহ মোট ২৫ প্রজাতির ফুল, ফল আর বনজ গাছ দিয়ে সাজানো হয়েছে জলপাইগুড়ির রায়কত পাড়ার দুর্গোৎসবের গোটা মণ্ডপ। বিশ্ব উষ্ণায়নের বার্তা নিয়ে গড়ল সবুজ মণ্ডপ।
জলপাইগুড়ি, সুরজিৎ দে: সবুজ মণ্ডপেই বাজিমাত এই পুজোর! ঘর সাজানোর গাছ দিয়েই ‘গ্রিনারি’। জলপাইগুড়ির রায়কত পাড়ার দুর্গোৎসব, বিশ্ব উষ্ণায়নের বার্তা নিয়ে গড়ল সবুজ মণ্ডপ। শারদোৎসব মানেই আলো, রঙ আর আনন্দের ছটা। কিন্তু এবারে জলপাইগুড়ির রায়কত পাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি এক ভিন্ন বার্তা নিয়ে হাজির হয়েছে শহরবাসীর সামনে। বিশ্ব উষ্ণায়নের ভয়ঙ্কর বাস্তবতাকে সামনে রেখে তারা সাজিয়েছে সবুজে মোড়া এক অনন্য মণ্ডপ।
মানিপ্লান্ট, নারকেল, সুপারি, বকুল, টগর-সহ মোট ২৫ প্রজাতির ফুল, ফল আর বনজ গাছ দিয়ে সাজানো হয়েছে গোটা মণ্ডপ। দেবী দুর্গার প্রতিমা থেকে শুরু করে প্রবেশপথ – সব জায়গাতেই যেন ফুটে উঠেছে প্রকৃতির শ্বাস।
আরও পড়ুনঃ কী কাণ্ড! দুবরাজপুরে তেলের বন্যা! বালতি, ঘড়া, ড্রাম হাতে ছুটছে দলে দলে, বাঁধল হুড়োহুড়ি, সামাল দিতে পুলিশ-দমকল
পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘বিশ্ব উষ্ণায়ন রুখতে এখন একটাই উপায় গাছ লাগানো। এই বার্তাই আমরা আমাদের পুজোর মাধ্যমে পৌঁছে দিতে চাই। উত্তরবঙ্গের গরম, দিনেরবেলা হাঁসফাঁস করা মানুষের কষ্ট থেকে শুরু করে পরিবেশের ক্রমশ পরিবর্তিত রূপ সবটাই যে প্রকৃতির প্রতি মানুষের অবহেলার ফল, তা বোঝাতেই এই উদ্যোগ’।
advertisement
advertisement
আরও পড়ুনঃ আর দিল্লি ছুটতে হবে না, বহরমপুরেই লোটাস টেম্পল! জলের উপর রঙিন আলোর খেলা, কমল দর্শনে জনজোয়ার
এবছর শরৎকালেও কার্যত গরমে নাজেহাল দশা জলপাইগুড়ি বাসির। প্রকৃতির বিভিন্ন রূপ বিশ্ব উষ্ণায়নের একটি ফল। সে কারণেই ক্লাব কর্তৃপক্ষের এ হেন উদ্যোগ। দর্শনার্থীদেরও চোখে পড়ছে এক অন্য ছবি। কৃত্রিম সাজসজ্জার জাঁকজমকের বাইরে, গাছপালার ছায়া আর ফুলের সুগন্ধে তৈরি হয়েছে এক স্বস্তির আবহ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দারা বলছেন, ‘এমন সবুজ মণ্ডপে ঢুকলেই যেন মনটা জুড়িয়ে যায়। শুধু পুজো নয়, সারা বছরই আমাদের চারপাশে যদি এত গাছ থাকত, তবে পরিবেশটাও অন্যরকম হতো’। রায়কত পাড়ার এ বছরের এই সবুজ বার্তা নিঃসন্দেহে ভাবাবে বহু মানুষকে। কারণ শারদোৎসব শুধু আনন্দের উৎসব নয়, সমাজকে নতুন পথ দেখানোর এক বিরল সুযোগও বটে!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
September 29, 2025 2:51 PM IST