Durga Puja 2025: আর দিল্লি ছুটতে হবে না, বহরমপুরেই লোটাস টেম্পল! জলের উপর রঙিন আলোর খেলা, কমল দর্শনে জনজোয়ার
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Murshidabad Durga Puja: দীর্ঘ ২৫ বছর পর আবার নতুন করে শুরু হয়েছে বহরমপুর শহরে লালদীঘিতে দুর্গাপুজো। দিল্লির লোটাস টেম্পলের আদলে তৈরি করা হয়েছে মণ্ডপসজ্জা।
বহরমপুর, মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: দীর্ঘ ২৫ বছর পর আবার নতুন করে শুরু হয়েছে বহরমপুর শহরের লালদীঘিতে দুর্গাপুজো। দিল্লির লোটাস টেম্পলের আদলে তৈরি করা হয়েছে মণ্ডপসজ্জা। উদ্বোধন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ষষ্ঠীর সন্ধ্যা থেকেই দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
২৫ বছর আগে একবার লালদীঘিতে পুজো হয়েছিল। তারপর এই প্রথম সুভাষ সরোবরে দুর্গা আরাধনা হচ্ছে। পুজোর প্রস্তুতি পর্ব থেকেই কৌতূহল বাড়ে শহর তথা জেলাবাসীর মনে। অবশেষে হয় প্রতীক্ষার অবসান। সন্ধ্যা থেকেই আলোয় আলোয় সাজিয়ে তোলা হয়েছে লালদীঘির চারপাশ। থিমের বাহার, সঙ্গে প্রতিমার সাজ ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। এই মণ্ডপটি শুধু একটি মণ্ডপ নয়, এটি একটি বিশেষ স্থাপত্য শৈলীর প্রতিফলন বলেই মনে করছেন পুজো উদ্যোক্তারা। বিশেষ চমক জলের উপর রঙিন আলোর খেলা, মণ্ডপ দেখতে জনজোয়ার।
advertisement
আরও পড়ুনঃ ষষ্ঠীর রাতে পাকিস্তান বধ! এশিয়া কাপের ফাইনালে ‘অসুর’ নিধন, ট্রফি ফেরাল ভারত, পুজো মণ্ডপে ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ রব
লোটাস টেম্পল বা কমল মন্দির দিল্লিতে অবস্থিত বাহাই সম্প্রদায়ের পুজোর স্থানগুলোর মধ্যে অন্যতম একটি স্থান। ১৯৮৬ সালে এটির নির্মাণ কাজের সমাপ্তি হয়। এই মন্দিরের কারুকার্য পদ্ম ফুলের ন্যায় হওয়ায় এটিকে ভারত উপমহাদেশের কেন্দ্রীয় মন্দির হিসেবে বিবেচনা করা হয় এবং মন্দিরটি দিল্লি শহরের একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। যারা দিল্লি গিয়ে এই মন্দির দর্শন করেননি এখনও তাদের কথা মাথায় রেখেই এই মণ্ডপসজ্জা ফুটিয়ে তোলা হয়েছে বহরমপুর শহরে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সপ্তমীর রাতে জলপাইগুড়ির বৈকুন্ঠপুর রাজবাড়িতে অর্ধ্ব রাত্রির পুজো সকলের জন্য নয়, দেখতে পারবেন কেবল…! জানেন না অনেকেই
পুজো কমিটির অন্যতম কর্মকর্তা নারুগোপাল মুখার্জি জানিয়েছেন, আমরা এবছর শহরবাসীর কথা মাথায় রেখেই পুজো চালু করেছি। লোটাস টেম্পলের আদলে প্রায় ৩০ লক্ষ টাকার বেশি ব্যায়ে এই মণ্ডপসজ্জা ফুটিয়ে তোলা হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আগত দর্শকরা জানিয়েছেন, দীর্ঘ ২৫ বছর পরে এত সুন্দর থিম আমরা দেখতে পাচ্ছি। যা সত্যি এক মনোমুগ্ধকর। সব থেকে বেশি মুগ্ধ করেছে আলোর বিশেষ খেলা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
September 29, 2025 1:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: আর দিল্লি ছুটতে হবে না, বহরমপুরেই লোটাস টেম্পল! জলের উপর রঙিন আলোর খেলা, কমল দর্শনে জনজোয়ার