তিনি স্কুটি নিয়ে এই রাস্তার উপর দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করেই এই গর্তে পড়ে যান তিনি তারপর স্থানীয় এলাকার বাসিন্দা ও কর্মরত পুলিশ এসে তাকে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারে। সোমবার সকালে এলাকার মানুষজন ১৮ নম্বর জাতিীয় সড়ক আবরোধ করেন।
advertisement
আরও পড়ুন: শান্তিপুর ষ্টেশনের নাম পরিবর্তনের আর্জি রেলমন্ত্রীকে, কী হতে পারে নতুন নাম? জেনে নিন
তারা বলেন, ইতিপূর্বে এনএইচকে বিষয়টি জানান হলেও এনএইচএর পক্ষ থেকে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আর তাতেই এই দু-র্ঘটনা ঘটেছে। পুরুলিয়া পৌরসভার পুরপ্রধান নবেন্দু মাহালী বলেন, যে ঘটনা ঘটেছে তা দুঃখজনক। রাস্তায় ব্যারিকেট থাকা সত্ত্বেও কী ভাবে এই দুর্ঘটনা ঘটল বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখা উচিত।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া সদর থানার পুলিশ। পৌরসভার পুরপ্রধান নবেন্দু মাহালি, পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলার ও এনএইচএর আধিকারিকেরা। তড়িঘড়ি ওই রাস্তা মেরামত করা হয় এন এইচ এর পক্ষ থেকে। তারপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।