Fanus Festival: আকাশে আলোর মেলা! দীপাবলিতে দূষণ রোধে অভিনব প্রয়াস একদল যুবক-যুবতীর, জানলে ধন্য ধন্য করবেন
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Fanus Festival: ভূত চতুর্দশীতে ফানুস ফেস্টিভ্যালের আয়োজন। পরিবেশ সচেতনতায় বাজি ফাটিয়ে নয়, ফানুস উড়িয়ে আলোর উৎসব দীপাবলিকে আনন্দে পালন করার বার্তা সমাজে ছড়িয়ে দিচ্ছে পশ্চিম মেদিনীপুরের বেলদার চলো পাল্টাই কমিউনিটি' নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
বেলদা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: সমাজ বদলায় ওরা। আতশবাজি কিংবা শব্দ বাজির বিপক্ষে প্রতিদিনই চলছে সরকারি নানা ধরপাকড়। পরিবেশ দূষণ রোধে একদিকে যেমন সরকারিভাবে প্রচার করা হচ্ছে তেমনই বেশ কয়েক বছর ধরে সাধারণ মানুষকে সচেতন করতে এক অভিনব উদ্যোগ নিয়েছে বেশ কয়েকজন যুবক-যুবতী। আলোর উৎসব দীপাবলি, আর এই আলোর উৎসব পালন হয় অন্যভাবে। পরিবেশ দূষণ রোধে বার্তা দেওয়া হয় সাধারণ মানুষকে।
প্রায় আট বছর ধরে বেশ কয়েকজন যুবক-যুবতী ও ছাত্র-ছাত্রীদের ভাবনা অবাক করেছে সকলকে। শুধু তাই নয়, আলোর উৎসবে নতুন করে উৎসবের মেজাজে ভাসে আপামর সাধারণ মানুষ। বাজি ফাটিয়ে নয়, পরিবেশ সচেতনতায় ফানুস উড়িয়ে আলোর উৎসব দীপাবলিকে আনন্দে পালন করে সকলে। ২০১৭ সাল থেকে প্রতিবছর ফানুস উৎসবের আয়োজন করে আসছে একদল যুবক-যুবতী। ওদের মধ্যে কেউ চাকরি করে, কেউ ব্যবসা, কেউ আবার স্কুলে পড়াশোনা করে।
advertisement
আরও পড়ুনঃ একান্ন সতীপীঠের অন্যতম! সতীর বাম পায়ের গোড়ালি পড়েছিল এখানে, দীপান্বিতা অমাবস্যায় বর্গভীমা মন্দিরে বিশেষ পুজোপাঠ
তবে দীর্ঘ প্রায় আট বছর ধরে শব্দবাজি ও আতশবাজির বিপক্ষে ফানুস উৎসবের আয়োজন করে সাধারণ মানুষকে সচেতন করছে তারা। পশ্চিম মেদিনীপুরের বেলদার বেশ কয়েকজন যুবক-যুবতী ও ছাত্র-ছাত্রী মিলে তৈরি করেছে ‘চলো পাল্টাই কমিউনিটি’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এই সংস্থার উদ্যোগে সারা বছর একাধিক কর্মসূচির পাশাপাশি কালীপুজোর আগের দিন অর্থাৎ ভূত চতুর্দশীতে ফানুস ফেস্টিভ্যালের আয়োজন করেন তারা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যেখানে বেশ কয়েক হাজার ফানুস তারা সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণ করেন। শুধু তাই নয়, গোটা মাঠ জুড়ে সেই ফানুস উড়িয়েছেন সকলে। এছাড়াও ছিল সাংস্কৃতিক আয়োজন। পরিবেশ দূষণ রোধে এমন অভিনব আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন সকলে। শুধু উৎসবের মেজাজ নয়, বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে পরিবেশ ভাবনার ও সচেতনতার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
October 20, 2025 7:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fanus Festival: আকাশে আলোর মেলা! দীপাবলিতে দূষণ রোধে অভিনব প্রয়াস একদল যুবক-যুবতীর, জানলে ধন্য ধন্য করবেন