TRENDING:

এক গলা মদ খেয়ে এসে বাবার সঙ্গে একি কাণ্ড করল ছেলে! ঘটনায় শিউরে উঠল সবাই! গ্রেফতার অভিযুক্ত

Last Updated:

ছেলের হাতে বাবা খুন।নৃশংসভাবে বাবাকে পিটিয়ে খুনের ঘটনার সাক্ষী খন্ডঘোষের সগড়াইয়ের রায়পাড়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খণ্ডঘোষ, সায়নী সরকার: ছেলের হাতে বাবা খুন। নৃশংসভাবে বাবাকে পিটিয়ে খুনের ঘটনার সাক্ষী খন্ডঘোষের সগড়াইয়ের রায়পাড়া।মৃতের নাম বিপত্তারণ রায়(৫৫)।
ঘটনাস্থলের ছবি
ঘটনাস্থলের ছবি
advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে নিজের বাবার উপর নৃশংসভাবে হামলা চালায় অভিযুক্ত প্রদীপ রায়। প্রদীপ রায় দীর্ঘদিন ধরেই মদ্যপ অবস্থায় বাবা-মাকে প্রায়শই মারধর করতো বলে অভিযোগ।রবিবার রাতেও প্রদীপ পেরেক যুক্ত একটি বাঁশ দিয়ে বাবার শরীরে এলোপাথাড়িভাবে আঘাত করে বলে অভিযোগ।রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে বিপত্তারণ রায়। প্রতিবেশীরা ছুটে এসে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানেই রাত একটা নাগাদ মৃত্যু হয় বিপত্তারণ রায়ের।

advertisement

অভিযুক্ত প্রদীপ রায়-কে ইতিমধ্যেই গ্রেফতার করেছে খণ্ডঘোষ থানার পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়িতে ছিলেন না মৃতের স্ত্রী। তিনি বাড়ি ফিরে রক্তাক্ত অবস্থায় স্বামীকে পড়ে থাকতে দেখে কান্নায় ভেঙে পড়েন। শোকস্তব্ধ এলাকাবাসী ও প্রতিবেশীরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।স্বামী খুনে অভিযুক্ত  ছেলের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছেন অভিযুক্ত  প্রদীপের মা।

advertisement

এক প্রতিবেশী জানান,প্রদীপ লরির খালাসির কাজ করত।যখনই বাড়ি আসত মা-বাবাকে মারধর করত। আমাদের অনেকবার জানিয়েছিল, বাড়িতে গিয়ে অনেকবার বুঝিয়ে ছিলাম কিন্তু কোন কথা শুনেনি। কিছুদিন ঠিক থাকত আবার একই কাজ করত। মাস দুয়েক দিয়ে তাকে মাকে প্রচন্ড মেরেছিল। আমরা থানায় ঘটনাটি জানানোর কথাও বলেছিলাম। বাইরে কাজে গিয়েছিল বাড়ি ফিরে এসে আবার বাবাকে মারধর করে তারপরে এই ঘটনা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
দীপাবলিতে দূষণ রোধে অভিনব প্রয়াস, মন কাড়ল সকলের, আকাশে আলোর মেলা
আরও দেখুন

মৃতের স্ত্রী জানান, আমি বাড়িতে ছিলাম না, বাড়ি এসে দেখি স্বামী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। প্রথম খণ্ডঘোষে নিয়ে গেছিলাম সেখান থেকে বর্ধমান নিয়ে যেতে বলা হয়। বর্ধমানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। বাড়ি এলেই প্রায় মদ খেয়ে এসে আমাদের মারধর করত ছেলে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এক গলা মদ খেয়ে এসে বাবার সঙ্গে একি কাণ্ড করল ছেলে! ঘটনায় শিউরে উঠল সবাই! গ্রেফতার অভিযুক্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল