TRENDING:

South 24 Parganas News: প্রাণঘাতী চিনা মাঞ্জা, জেলা জুড়ে তবুও রমরমিয়ে চলছে ব্যবসা

Last Updated:

শীতর মিঠে রোদে দাঁড়িয়ে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগীতায় নামতে হলে ভরসা চিনা মাঞ্জার সুতো ৷ কিন্তু এই চিনা মাঞ্জার সুতোই ডেকে আনছে বিপদ আর এই বিপদ জেনেও বাজারে বিক্রি হচ্ছে চিনা মাঞ্জার সুতো। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: শীতর মিঠে রোদে দাঁড়িয়ে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগীতায় নামতে হলে ভরসা চিনা মাঞ্জার সুতো ৷ কিন্তু এই চিনা মাঞ্জার সুতোই ডেকে আনছে বিপদ আর এই বিপদ জেনেও বাজারে বিক্রি হচ্ছে চিনা মাঞ্জার সুতো।একটা সময় ঘুড়ি-প্রেমীরা বাজার থেকে সুতো কিনে দেশীয় পদ্ধতিতে কাঁচ গুড়ো করে বিভিন্ন ধরনের আঠা সংমিশ্রণ করে সুতোয় মাঞ্জা দিয়ে ঘুড়ি ওড়াতো এবং সেই সুতো দিয়েও প্রতিযোগিতা চলতো একে অপরের সঙ্গে। সেসব এখন অতীত। এখন বাজার ছেয়ে গিয়েছে চিনা মাঞ্জায়।
advertisement

আরও পড়ুন:  এখন গঙ্গাসাগর যাত্রায় আপনার মন ভাল করতে সঙ্গী হচ্ছে পাখির দল 

এই চিনা মাঞ্জা সুতো বাজার দখল করায় ঘুড়ি প্রেমীরা এই সুতো নিয়ে প্রতিযোগিতায় নেমে দ্রুততার সঙ্গে সফল হচ্ছেন। আর সে কারণেই দিন দিন বাড়ছে চীনা মাঞ্জা সুতোর চাহিদা। ঘুড়ি বিক্রেতাও মন থেকে চাইছেন না এই সুতো বিক্রি করতে। কিন্তু দিনের পর দিন এই সুতোর চাহিদা বেড়ে যাওয়ায় তারা খানিক ইচ্ছের বিরুদ্ধে এই সুতো বিক্রি করছেন।অপরদিকে চীনা মাঞ্জা সুতো দিয়ে প্রতিযোগিতামূলকভাবে ঘুড়ি ওড়াতে গিয়ে ধারালো সুতোয় ঘটছে দুর্ঘটনা।

advertisement

আরও পড়ুন:  এই শীতেও বিএম কুলফিতে মজেছে ডায়মন্ডহারবারের বাসিন্দারা

View More

প্রায়ই দেখা যাচ্ছে চীনা মাঞ্জা সুতোয় ঘুড়ি ওড়াতে গিয়ে নাক, কান ও আঙুল কেটে জখম হচ্ছেন অনেকে। তারপরেও মানুষের মধ্যে সচেতনতার কোনও লক্ষণ দেখা না যাওয়ায় ক্রমশই বিপদ বাড়ছে। আকাশে ঘুড়ি উঠতে দেখলেই এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন। কারণ ওই ঘুড়ি কেটে কোথায় গিয়ে পড়বে এবং ওই সুতো কার গায়ের উপর দিয়ে ঘষে যাবে তা কেউই জানে না। তাই সাধারণ মানুষের দাবি, বিপদ এড়াতে অবিলম্বে বন্ধ হোক এই চীনা মাঞ্জা সুতো।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এখন দেখার বিষয় প্রশাসন এই বিষয়টা নিয়ে কতটা গুরুত্ব দেয়।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুমন সাহ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: প্রাণঘাতী চিনা মাঞ্জা, জেলা জুড়ে তবুও রমরমিয়ে চলছে ব্যবসা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল