South 24 Parganas News: এখন গঙ্গাসাগর যাত্রায় আপনার মন ভাল করতে সঙ্গী হচ্ছে পাখির দল 

Last Updated:

গঙ্গাসাগর যেতে চান, কিন্তু যাত্রাপথের কষ্টের জন্য পিছিয়ে আসছেন আপনি। তাহলে আপনার জন্য রয়েছে সুসংবাদ, সাগরযাত্রায় আপনার মন ভালো করতে সঙ্গী হবে পাখির দল।

+
পরিযায়ী

পরিযায়ী পাখির দল

গঙ্গাসাগর: গঙ্গাসাগর যেতে চান, কিন্তু যাত্রাপথের কষ্টের জন্য পিছিয়ে আসছেন আপনি। তাহলে আপনার জন্য রয়েছে সুসংবাদ, সাগরযাত্রায় আপনার মন ভালকরতে সঙ্গী হবে পাখির দল। কাকদ্বীপের লট এইট থেকে আপনি যখন ভেসেলে চেপে সাগর যাবেন। তখনই দেখতে পাবেন গোটা ভেসেলটাকেই ঘিরে আছে পাখির দল। হাজার হাজার পাখি উড়ছে চারিদিকে। এক মন ভালো করা দৃশ্যের সঙ্গী থাকবেন আপনি‌।
এই পাখিগুলির অধিকাংশ পাখিই ওয়েট ল্যান্ড বার্ড। জলের উপরেই থাকতে ভালোবাসে এই পাখির দল।জলের উপরে কখনও আপন খেয়ালে ভেসে বেড়ায়, আবার ঝাঁকে ঝাঁকে উড়ে আসে ভেসেলের কাছে। ভেসেলে থাকা যাত্রীরাও তাদের খাবার দেয়। পাখির কলরবে গুঞ্জন ওঠে নদীতে। বিশেষ করে সকাল ও সন্ধ্যার মৃদু আলোতে এক মায়াবী পরিবেশের সৃষ্টি হয়।
advertisement
advertisement
নভেম্বরের শুরু থেকে গোটা শীতকাল জুড়েই এই পাখির ঝাঁক দেখতে পাওয়া যায়। এই পাখি নিয়ে স্থানীয়রা জানিয়েছেন ভেসেলের পাশ দিয়ে উড়ে যাওয়ার সময় অনেক সময় পাখিগুলি এতটাই কাছে চলে আসে, তাদের হাত দিয়ে ধরাও যায়। সেসময় অনেকেই তাদের মাথায় হাত বুলিয়ে আদর করেন। কখনওকখনও হাত থেকে খাবার খায় এই পাখী গুলো। এমন অপরূপ দৃশ্য যা আর কোথাও দেখতে পাওয়া যায়না। এই দৃশ্য দেখতে হলে আপনাকে আসতেই হবে গঙ্গাসাগরে‌
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
তাহলে আর অপেক্ষা কিসের চলে আসুন শীতের মরশুমের ছোট ছুটিতে গঙ্গাসাগরে‌।
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: এখন গঙ্গাসাগর যাত্রায় আপনার মন ভাল করতে সঙ্গী হচ্ছে পাখির দল 
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement