দাঁইহাট রেডসান ক্লাবের এবারের থিম ‘বাঁশে ফুলে কালী সাজে’। মণ্ডপের গায়ে ক্লাবের বিষয় ভাবনার ছাপ ফুটে উঠেছে। এই প্রসঙ্গে ক্লাবের সেক্রেটারি জয়দেব সরকার বলেন, “দাঁইহাটবাসীকে আমরা নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। এবার থিমের মাধ্যমেই পরিবেশ সচেতনতার বার্তা দিচ্ছি। বাঁশ, কঞ্চি এইসব দিয়েই মূলত পুরো থিম তৈরি হয়েছে। আমাদের পুজো হল মহিরাবণ বধ।”
advertisement
আরও পড়ুনঃ রাস উৎসবেও থিমের চমক! নজর কাড়ছে দাঁইহাট, ৫ লক্ষের ‘মায়াজাল’ দেখতে ছুটে আসছে দূরদূরান্তের মানুষ
দাঁইহাট শহরের এই রাস উৎসব প্রায় শতাব্দী প্রাচীন বলে মত স্থানীয়দের। গঙ্গার তীরে এই শহর জুড়ে ছোট বড় মিলিয়ে একাধিক পুজো হয়। কোথাও কৃষ্ণ, কোথাও আবার কালী আরাধনা হয়। রাস উৎসবকে ঘিরে কার্যত শাক্ত-বৈষ্ণবের মিলনক্ষেত্রের রূপ নিয়েছে পূর্ব বর্ধমানের এই শহর।
অন্যদিকে রেডসান ক্লাবের মণ্ডপের দিকে তাকালে বাঁশ, আলো ও পরিবেশবান্ধব বিভিন্ন সামগ্রীর সূক্ষ্ম কারুকার্য চোখে পড়বে। ইতিমধ্যেই এই মণ্ডপে ভিড় জমাতে শুরু করেছেন দর্শনার্থীরা। প্যান্ডেলের গায়ে নান্দনিক এই শিল্পকর্ম ক্যামেরাবন্দি করছেন অনেকে। এমনই এক দর্শনার্থী অশ্রুজিৎ বণিক জানান, “বাঁশ দিয়েও এত সুন্দর থিম প্রস্তুত করা যায়, সেটা এখানে না এলে বুঝতে পারতাম না। এখানে এসে এই থিম দেখে বেশ ভাললাগল।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যান্যবারের মতো এবারও দুই দিন ধরে রাস উৎসব পালন করা হবে। কিন্তু দর্শনার্থীদের দেখার সুবিধার্থে আগামী কিছুদিন এই মণ্ডপ রাখা হবে বলে ক্লাবের তরফে জানানো হয়েছে। প্রতিমা থেকে বিষয় ভাবনা, মণ্ডপসজ্জা সবটাই এবারের রাস উৎসবে দাঁইহাটবাসী ও দূরদূরান্ত থেকে আগত দর্শনার্থীদের নজর কাড়বে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা।





