TRENDING:

ফের গ্যাসের ভর্তুকির নামে প্রতারণা! তিন অ্যাকাউন্ট থেকে মোট উধাও সাড়ে ৪ লাখ

Last Updated:

তরুণবাবু বলেন, গ্যাসের ভর্তুকির নামে যে এইভাবে প্রতারিত হব বুঝতে পারিনি। মেয়ের বিয়ের জন্য তিল তিল করে জমানো টাকা এভাবে চলে যাওয়ায় বড় অসহায় লাগছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান: কয়েক দিনের ব্যবধান। ফের গ্যাসের ভর্তুকির নামে প্রতারণার ঘটনা কালনা মহকুমায়। এই ব্যাপারে আগেই জেলার বাসিন্দাদের সতর্ক করেছিল জেলা পুলিশ। কিন্তু তাতেও বাসিন্দাদের অনেকেরই হুঁশ ফেরেনি।
advertisement

এবারও গ্যাসের ভর্তুকি পাইয়ে দেওয়ার নাম করে ওটিপি জেনে নিয়ে মন্তেশ্বরে একই পরিবারের তিনজনের অ্যাকাউন্ট থেকে দেড় লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারকরা। মন্তেশ্বর বাবুনপুর এলাকার বাসিন্দা তরুণ মণ্ডলের কাছে বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয়, গ্যাসের ভর্তুকির টাকা ঢুকবে। সেজন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর চাওয়া হয়েছে। তরুণবাবু তাঁর অ্যাকাউন্ট নম্বর দিলে একটি ওটিপি আসে। সেটাও তিনি জানান। এরপর ফোনের অন্য প্রান্ত থেকে বলা হয় আপনার অ্যাকাউন্টে হচ্ছে না। অন্য অ্যাকাউন্ট নম্বর দিন। তরুণবাবু তাঁর স্ত্রীর অ্যাকাউন্ট নম্বর দেন। ওটিপি এলে তরুণবাবু তাও জানান। আবার ফোনের অন্য প্রান্ত থেকে বলা হয়, এই অ্যাকাউন্ট নম্বরেও হচ্ছে না। অন্য অ্যাকাউন্ট নম্বর দিন। এরপর তিনি তাঁর ভাইয়ের অ্যাকাউন্ট নম্বর দেন। এবারও ওটিপি এলে তাও জানিয়ে দেন। কিছুক্ষণের মধ্যে তিনজনের মোবাইলে মেসেজ আসে। তাতে দেখা যায়, তিনজনের অ্যাকাউন্ট থেকে প্রায় দেড় লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। এরপর তিনি পুলিশে লিখিত অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

advertisement

আরও পড়ুন : আম্বানি পরিবারে বিয়ের সানাই! জেনে নিন আম্বানি পরিবারের বংশতালিকা, কে এই হবু বধূ?

তরুণবাবু বলেন, গ্যাসের ভর্তুকির নামে যে এইভাবে প্রতারিত হব বুঝতে পারিনি। মেয়ের বিয়ের জন্য তিল তিল করে জমানো টাকা এভাবে চলে যাওয়ায় বড় অসহায় লাগছে। পুলিশ যদি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে ভাল হয়। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।

advertisement

আরও পড়ুন : শাহরুখ থেকে দীপিকা, বারবার শিরোনামে এসেছেন যাঁরা, এক ঝলকে দেখে নিন তালিকা

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এর আগে মন্তেশ্বর ও কালনার অনেকেই এমন প্রতারণার শিকার হয়েছেন। পুলিশের এক আধিকারিক জানান প্রতারকরা, নিত্যনতুন কৌশল অবলম্বন করছে গ্যাসের ভর্তুকি পাইয়ে দেওয়ার নাম করে ব্যাংকের সমস্ত তথ্য সহ ওটিপি নাম্বার তাঁরা হাতিয়ে নিচ্ছে। এরপর অ্যাকাউন্ট থেকে টাকা উধাও করে দিচ্ছে তাঁরা। অজানা কাউকে কোনওদিন ব্যাংকের তথ্য বা ওটিপি দেবেন না বলে জেলা পুলিশের পক্ষ থেকে প্রচার চালানো হচ্ছে তবুও বাসিন্দাদের একাংশের অসাবধানতায় এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ফের গ্যাসের ভর্তুকির নামে প্রতারণা! তিন অ্যাকাউন্ট থেকে মোট উধাও সাড়ে ৪ লাখ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল