আরও পড়ুনঃ আলিপুরে শিল্পান্ন উদ্বোধন মমতা বন্দ্যোপাধ্যায়ের! কী কী পাওয়া যাবে জানালেন স্বয়ং মুখ্যমন্ত্রী
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে কয়েকজন যুবক তাপস মহাপাত্রের বাড়িতে যায়। এরপরই তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তারা। অভিযোগ, রাস্তাতে বেধড়ক মারধর করা হয় ওই যুবককে। তারপর ওই ছয় জন আহত যুবক তাপস মহাপাত্রকে পুরুলিয়া দেবেন মাহাত মেডিক্যাল কলেজ ও গভর্মেন্ট হাসপাতালে ভর্তি করে। চিকিৎসারত অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় ওই যুবকের।
advertisement
এ বিষয়ে যুবকের পরিবারের এক সদস্য জানান , বাড়ি থেকে তার ভাইকে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে অভিযুক্তরা। তারপরে তারাই ফোন মারফত বাড়ির লোককে জানায় তাপস মহাপাত্র হাসপাতালে ভর্তি রয়েছে। খবর পেয়ে তারা হাসপাতালে আসে। চিকিৎসারত অবস্থাতে হাসপাতালে মৃত্যু হয় তাপস মহাপাত্রের। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে পরিবার।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, এই মৃত্যুর ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। পেশাগত পরিচয় যাই হোক না কোনও দোষীকে ছাড় দেওয়া হবে না। পুলিশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে। অভিযুক্তদের বৃহস্পতিবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেছে পরিবার।
শর্মিষ্ঠা ব্যানার্জি





