তারই অঙ্গ হিসেবে এদিন মালদহের গভার্নমেন্ট আইটিআই ক্যাম্পাসে একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। যেখানে আইটিআই-এর শতাধিক পড়ুয়াদের নিয়ে আলোচনা করেন ক্রেতা সুরক্ষা দফতর ও সাইবার ক্রাইম থানার আধিকারিকরা।
advertisement
মালদহ জেলা ক্রেতা সুরক্ষা দফতরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর তন্ময় সেনগুপ্ত জানান, “দোকান কিংবা অনলাইন মাধ্যমে পণ্য সামগ্রী কেনাকাটার ক্ষেত্রে কোনরকম বিষয়ে ঠকলে সংকটে পড়েন উপভোক্তারা। উপভোক্তারা যেন নিজেও শিক্ষিত হয়ে এটি এড়িয়ে যেতে পারেন। এবং আর্থিক প্রতারণা বা পণ্য সামগ্রী কেনার ক্ষেত্রে ঠকে যাওয়া থেকে বাঁচতে পারেন। সে বিষয় নিয়ে সচেতন করা হচ্ছে স্কুল থেকে কলেজের পড়ুয়াদের। পাশাপাশি পড়ুয়াদের নিয়ে উপভোক্তা সংঘ গঠন হবে যা পথ দেখাবে উপভোক্তাদের।”
এক আইটিআই পড়ুয়া প্রিয়া রায় জানান, “বর্তমানে মোবাইলের মাধ্যমে কেনাকাটার প্রবণতা বেড়েছে। তবে অনেক সময় দেখা দিচ্ছে কোন জিনিস কেনার পর তা হয়ত খারাপ কিংবা ব্যবহারহীন। সে ক্ষেত্রে কী কী করনীয় তা বোঝানো হয়েছে। এবং টোল ফ্রি নম্বর দেওয়া হয়েছে যেখানে উপভোক্তারা তাদের অভিযোগ জানাতে পারবেন।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে বাজারে ছেয়ে গিয়েছে কিউআর থেকে অনলাইন মাধ্যমে আর্থিক লেনদেন। বাজার কিংবা অনলাইন মাধ্যম পন্য সামগ্রিক কেনার ক্ষেত্রে দেখা দেয় আর্থিক থেকে পণ্য সামগ্রীতে প্রতারণা। তাই শিক্ষার মাধ্যমে উপভোক্তাদের সচেতন করার লক্ষ্য নিয়ে উপভোক্তা সংঘ গঠন হবে। যা আগামী প্রজন্মকে সচেতন করবে বলে অভিমত ক্রেতা সুরক্ষা আধিকারিকদের।





