এই প্রসঙ্গে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, “সকলের সহযোগিতা ছাড়া মেলা ভালভাবে সম্পূর্ণ করা সম্ভব নয়। তবে সকলেই সহযোগিতা করবেন ভালভাবে সেই আশা রাখি।” শহরবাসী ও পার্শ্ববর্তী এলাকার মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি এই মেলার অন্যতম লক্ষ্য হল স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা। উদ্যোক্তাদের আশা, এই মেলার মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যথেষ্ট উপকৃত হবেন। অতীতে সবলা মেলার সময় ভাল পরিমাণে বিক্রিবাটা হয়েছিল এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আয়ও বেড়েছিল। সেই অভিজ্ঞতাকে মাথায় রেখেই এবারও মেলায় প্রায় ৬০টি স্টল রাখা হচ্ছে।
advertisement
আরও পড়ুন: জাতীয়স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় একসঙ্গে ৫ পড়ুয়ার ঝুলিতে পুরস্কার! খুশিতে ডগমগ মুর্শিদাবাদ
কাটোয়া পুরসভার চেয়ারম্যান কমলাকান্ত চক্রবর্তী বলেন, “সকলের চাহিদার কথা মাথায় রেখে এই মেলার আয়োজন করা হচ্ছে। প্রত্যেকদিনই রাত্রি ১০টা পর্যন্ত মেলা চলবে। আর স্থানীয় শিল্পীদের অনুষ্ঠানও থাকবে এই মেলায়।” মেলার বিশেষ আকর্ষণ হিসেবে প্রতিদিনই থাকছে নামী শিল্পীদের গানের অনুষ্ঠান, যা বাড়তি উৎসাহ তৈরি করবে দর্শকদের মধ্যে। ২ জানুয়ারি থাকবেন শিল্পী সোয়েব আলি ও ঐশী, ৩ তারিখ ব্যতিক্রম ব্যাণ্ড এবং শিল্পী অ্যালবার্ট কাবো, ৪ তারিখ থাকবেন সঙ্গীত শিল্পী অরুনিতা কাঞ্জিলাল, ৫ জানুয়ারি থাকবে কালপুরুষ ব্যাণ্ড এবং ৬ তারিখে জনপ্রিয় সঙ্গীত শিল্পী কুণাল গাঞ্জাওয়ালা। বুধবার কাটোয়া পৌরসভায় এই সম্প্রীতি মেলা নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানেই আনুষ্ঠানিকভাবে এই মেলার লোগো প্রকাশ করেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, কাটোয়া পৌরসভার চেয়ারম্যান কমলাকান্ত চক্রবর্তী, অম্বিকা প্রসন্ন ব্যানার্জী-সহ পৌরসভা ও প্রশাসনের একাধিক বিশিষ্ট প্রতিনিধি। সব মিলিয়ে, নতুন বছরের শুরুতেই কাটোয়ায় এই পৌর সম্প্রীতি মেলা শহরবাসীর বিনোদনের পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও স্বনির্ভর গোষ্ঠীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন উদ্যোক্তারা।






