CPIM Leader: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর জীবনাবসান, চলে গেলেন এক সময়ের দাপুটে CPIM নেতা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
CPIM Leader: ‘কেন্দু পাতা আন্দোলন’ হিসেবে পরিচিত সেই কর্মসূচির অন্যতম মুখ ছিলেন উপেন্দ্র কিস্কু।
বাঁকুড়া: রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন্দ্র কিস্কুর জীবনাবসান। বুধবার রাতে বাঁকুড়ার একটি নার্সিংহোমে মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। এই বাম নেতার দেহ বৃহস্পতিবার নিয়ে যাওয়া হয় সিপিএম-র বাঁকুড়া জেলা কার্যালয়ে। পরিবার সূত্রে খবর, দিন কয়েক আগে বাড়িতে পড়ে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হতে শুরু হয় তাঁর। বর্ষীয়ান এই নেতাকে বাঁকুড়ার একটি নার্সিংহোমে ভর্তি করেন পরিবারের সদস্যরা। সেখানেই বুধবার রাতে তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
advertisement
প্রসঙ্গত, ‘কেন্দু পাতা আন্দোলন’ হিসেবে পরিচিত সেই কর্মসূচির অন্যতম মুখ ছিলেন উপেন্দ্র কিস্কু। এই আন্দোলনের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক উত্থান হয়েছিল। পরবর্তীতে বাঁকুড়া জেলার বামপন্থীদের অন্যতম মুখ হয়ে ওঠেন পেশায় প্রাথমিক শিক্ষক উপেন্দ্র কিস্কু।
advertisement
advertisement
১৯৭৭ সালে প্রথম রাইপুর বিধানসভা থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হন তিনি। টানা আটবার ওই বিধানসভা কেন্দ্র থেকে তিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হন। ২০১১ সালে রাজ্যে পালাবদলের সময়েও নিজের বিধানসভা থেকে নিকটতম প্রতিপক্ষকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হন তিনি। ১৯৮২ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের মন্ত্রী ছিলেন উপেন্দ্র।
advertisement
দলের সর্বক্ষণের কর্মী হওয়ায় চাকরি ছেড়েছিলেন তিনি। ‘আদিবাসী অধিকার মঞ্চ’ তৈরির নেপথ্যে অন্যতম উদ্যোক্তা ছিলেন তিনি। মূলত তাঁর উদ্যোগে জঙ্গলমহলের জেলাগুলিতে গ্রামে গ্রামে স্থাপিত হয় বহু সরকারি স্কুল ও আদিবাসী সমবায়। ২০১৬ সালের পর সরাসরি সংসদীয় রাজনীতিতে না থাকলেও শেষদিন পর্যন্ত দলের সঙ্গে ছিল নিবিড় যোগাযোগ। নিয়মিত যাতায়াত করতেন রাইপুরে সিপিএম-র দলীয় কার্যালয়ে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 25, 2025 2:22 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CPIM Leader: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর জীবনাবসান, চলে গেলেন এক সময়ের দাপুটে CPIM নেতা










