সেলফি তোলা থেকে শুরু করে শিশুদের হাতে রঙিন উপহার তুলে দেওয়া, সব মিলিয়ে আগের রাত থেকেই বড়দিনের আনন্দে মেতে ওঠেন হাবরাবাসী। হাত নেড়ে, ঘণ্টা বাজিয়ে রাস্তা জুড়ে হাঁটতে হাঁটতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যান এই সান্তা। পথে ছোট ছোট শিশুদের সঙ্গে হাত মেলান, কারও মাথায় আবার হাত রেখে পড়াশোনায় মন দেওয়ার পরামর্শ দেন। পথচলতি বহু মানুষের সঙ্গে দাঁড়িয়ে সেলফি তুলতেও দেখা যায় তাঁকে। এমন দৃশ্য দেখে অনেকেই থমকে দাঁড়ান। যশোর রোডে সান্তা ক্লজকে ঘুরে বেড়াতে দেখে যানবাহন চালকরাও গাড়ির গতি কমিয়ে দেন। মুহূর্তের মধ্যেই পথচারীদের ভিড়ে জমে ওঠে উৎসবের আবহ।
advertisement
এই সান্তা ক্লজ আসলে বহুরূপী শিল্পী বিপ্লব সাহা। তাঁর বাড়ি হাবরার বাণীপুর এলাকায়। পেশায় টোটো চালক হলেও, নেশা নানা রকম সাজে মানুষকে আনন্দ দেওয়া। এর আগেও কার্তিক সেজে তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন। এদিন বড়দিনে সান্তা ক্লজ সেজে রাস্তায় নেমে আবারও সকলের মন জয় করলেন এই শিল্পী।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিপ্লব সাহা জানান, বড়দিনে এলাকার মানুষকে একটু আনন্দ দেওয়ার ভাবনাতেই সান্তা হয়ে বেরিয়েছি। বাচ্চারা খুব খুশি হচ্ছে, এটাই সবচেয়ে বড় আনন্দ। পথচারীদের চোখেমুখেও ধরা পড়ে বিস্ময়ের সঙ্গে খুশির ছাপ। পথচলতি মানুষজনের অনেকেই বলেন, জীবনে কখনও সান্তা ক্লজকে সামনে থেকে দেখা হয়নি। এদিন হাত মেলালাম, উপহার পেলাম, ভীষণ ভাললাগছে। এই সান্তাকে নিয়েই এদিন যেন হাবরার যশোর রোড হয়ে উঠল এক উৎসবের কেন্দ্রস্থল। বড়দিনে বহুরূপী শিল্পীর এমন উদ্যোগ স্মরণীয় হয়ে থাকল হাবরাবাসীদের কাছে।





