শনিবার এক সাংবাদিক বৈঠকে জেলা পুলিশের ডিএসপি (ডি অ্যান্ড টি) কুণাল মুখার্জি জানান, “গতকাল আমরা ক্রেডিবল ইনফরমেশন পাই। সেই অনুযায়ী শেওড়াকুড়ি মোড়ের একটি লটারির দোকানে অভিযান চালিয়ে প্রায় ২.৫ কোটি টাকার লটারির টিকিট সিজ করা হয়েছে এবং দোকান মালিককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে।”
আরও পড়ুনঃ দিঘায় আচমকা বিরাট বদল…! এবারে গেলে দ্বিগুণ মজা, পুজোর আগেই এল বহু কাঙ্খিত সুখবর! জানুন…
advertisement
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে ধৃত ব্যক্তি ছাড়াও বড় একটি চক্রের যোগসূত্র থাকার সম্ভাবনা মিলেছে। “তদন্তের অংশ হিসেবে আমরা ফরোয়ার্ড এবং ব্যাকওয়ার্ড লিংকেজ খতিয়ে দেখছি। খুব শীঘ্রই অন্য অভিযুক্তদেরও গ্রেফতার করা হবে,” বলেন ডিএসপি।
পুলিশ সূত্রের খবর, উদ্ধার হওয়া লটারির টিকিট মূলত ঝাড়খণ্ড থেকে আনা হয়েছিল এবং এখান থেকে জেলার বিভিন্ন প্রান্তে তা বিতরণ করা হত। সমগ্র চক্রের পেছনের মূল চালকদের খুঁজে বের করতে তৎপর জেলা পুলিশ।






