এলাকায় জল শুকোতে শুরু করায় এদিন কৌতূহলবশত চাষি প্রদ্যুৎ মণ্ডল ব্যাগটি খোলেন। এরপর ব্যাগে উঁকি দিতেই চমকে ওঠেন তিনি। দেখেন মানুষের মাথার খুলি-সহ বিভিন্ন অস্থি পড়ে রয়েছে। হাড়গুলির গায়ে লাল কালি দিয়ে কিছু লেখা রয়েছে বলেও দাবি করেছেন স্থানীয় মানুষজন। ঘটনার খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর সুরজিৎ দাস ঘটনাস্থলে পৌঁছন। পরে তিনি বনগাঁ থানাকে গোটা বিষয়টি জানালে পুলিশ এসে মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। কীভাবে ওই ব্যাগটি সেখানে আসল এবং কার দেহাংশ তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে বিষয়টি নিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।
advertisement
আরও পড়ুন– SIR-এর জন্য কাউকে ফোন করে OTP চাওয়া হচ্ছে না, সতর্ক করল নির্বাচন কমিশন ও পুলিশ
প্রসঙ্গত, এর আগে ট্রলি ব্যাগে করে দেহ পাচারের ঘটনা উঠে এসেছিল জেলায়। তবে কি কাউকে খুন করে এভাবেই দেহ গায়েবের চেষ্টা চালানো হয়েছিল? এখন এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সীমান্ত শহরে। প্রত্যক্ষদর্শী আর এক ব্যক্তি জানান, এভাবে ব্যাগের মধ্যে থেকে হাড়গোড়, মাথার খুলি কীভাবে এখানে আসল তা কেউই বুঝে উঠতে পারছেন না। বেশ কিছুদিন ধরেই জলমগ্ন অবস্থায় ছিল এই এলাকা, তার মধ্যেই ছিল ব্যাগটি । পুলিশ তদন্ত করে দেখুক গোটা ঘটনাটি ৷






