TRENDING:

Diamond Harbour Fish Market: গলদা চিংড়ি, ইলিশ, পমফ্রেট থেকে ম্যাকারেল! শীতের ছুটিতে ডায়মন্ড হারবার এলে আসুন বিশ্বসেরা মাছবাজারে!

Last Updated:
Diamond Harbour Fish Market: এই শীতে ডায়মন্ডহারবার গেলে ডেস্টিনেশানে রাখুন নগেন্দ্রবাজার। বর্ষায় অনেকেই এখানে আসেন ইলিশ কিনতে। কিন্তু বর্ষা ছাড়াও সারাবছর এখানে সামুদ্রিক মাছ ও চিংড়ি পাওয়া যায়।
advertisement
1/5
গলদা চিংড়ি, ইলিশ, পমফ্রেট থেকে ম্যাকারেল! ডায়মন্ড হারবার এলে আসুন বিশ্বসেরা মাছবাজারে!
ডায়মন্ডহারবার, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: এই শীতে ডায়মন্ডহারবার গেলে ডেস্টিনেশানে রাখুন নগেন্দ্রবাজার। বর্ষায় অনেকেই এখানে আসেন ইলিশ কিনতে। কিন্তু বর্ষা ছাড়াও সারাবছর এখানে সামুদ্রিক মাছ ও চিংড়ি পাওয়া যায়। ছবি ও তথ্য: নবাব মল্লিক
advertisement
2/5
এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মাছবাজার হল এই নগেন্দ্রবাজার। ফলে এখানে বিভিন্ন ধরণের মাছ সারাবছর পাবেন আপনি। মূলত সামুদ্রিক মাছেরই কেনা-বেচা হয় এখানে। প্রতিদিন এখান থেকে কলকাতা-সহ রাজ্যের বড় বড় মাছবাজারে পৌঁছে যায় পমফ্রেট, ইলিশ, ম্যাকরেল, ভোলা, ঢেলা, দুম্বা, চিংড়ির মতো নানা রকমের মাছ।
advertisement
3/5
শুধু এই রাজ্য নয় এখান থেকে মাছ যায় অসম, ত্রিপুরা, মহারাষ্ট্র, কেরল-সহ বিভিন্ন রাজ্যে। এছাড়াও প্রসেসিংয়ের পর প্যাকেটজাত চিংড়ি, পমফ্রেট, স্কুইড ইত্যাদি রফতানি করা হয় চীন, আমেরিকা ও ইউরোপের দেশগুলিতেও।
advertisement
4/5
এখানে পমফ্রেট ৫০০-৭০০ টাকা কেজি, গলদা ১০০০ টাকা ছোট চিংড়ি ৫০০ টাকা, কাঁকড়া ৪০০ টাকা প্রতি কেজিতে পেয়ে যাবেন। খুবই সস্তাতে এবং ভাল মাছ পাবেন আপনি। এই বাজার শুধু মাছের জন্যই বিখ্যাত।
advertisement
5/5
মাছ ছাড়াও সামুদ্রিক লবস্টার, মুরুলি মাছ, শংকর মাছ সহ একাধিক সামুদ্রিক মাছ ও প্রাণীও পাবেন। চাইলে স্টোরের ইলিশ পাবেন। ফলে অপেক্ষা কিসের ঘুরে আসুন এই মাছ বাজার থেকে। ছবি ও তথ্য: নবাব মল্লিক
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Diamond Harbour Fish Market: গলদা চিংড়ি, ইলিশ, পমফ্রেট থেকে ম্যাকারেল! শীতের ছুটিতে ডায়মন্ড হারবার এলে আসুন বিশ্বসেরা মাছবাজারে!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল