TRENDING:

Jaynagar Moa : মোয়া প্রেমীদের জন্য খুশির খবর, আর টান পড়বে না নলেন গুড়ের! জয়নগরের ঐতিহ্য বাঁচাতে শুরু নতুন উদ্যোগ

Last Updated:

Jaynagar Moa : মোয়া তৈরিতে টান পড়ছে খেজুর গুড়ের। নলেন গুড়ের সরবরাহ বৃদ্ধিতে ৩৫টি খেজুর গাছের চারা বসানো হল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা, জয়নগর, সুমন সাহা : জিআই তকমা পাওয়ার পরে কদর এবং চাহিদা বেড়েছে জয়নগরের মোয়ার। পাল্লা দিয়ে বেড়েছে এই মোয়ার অন্যতম উপাদান জিরান কাঠের নলেন গুড় ও কনকচূড় ধানের চাহিদা। তাই মোয়ার জন্য নলেন গুড়ের সরবরাহ বৃদ্ধিতে ৩৫টি খেজুর গাছের চারা বসানো হল। জয়নগরের তুলসীঘাটায় মোয়া ব্যবসায়ীদের ও বিধায়কের উদ্যোগে চারাগুলি বসানো হয়।
advertisement

শীত পড়েছে। আর শীতের জনপ্রিয় জয়নগরের মোয়া ও প্রস্তুতের পথে। আর এই মোয়া তৈরির প্রধান উপাদান খেজুর গাছ থেকে উৎপাদিত নলেন গুড়। যত দিন যাচ্ছে, আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে খেজুর গাছ। আগে জয়নগর ও বকুলতলা থানার এলাকার তুলসিঘাটা, ফুটিগোদা, সাহাজাদাপুর, নিমপীঠ, শ্রীপুর, বনমালিপুর,বহড়ু, মিঠানি, ময়দা, কাকাপাড়া, তাজপুর, জোড়াপুল, দক্ষিণ বারাশত সহ একাধিক জায়গায় রাস্তার পাশে, নয়নজুলির পাশে অবহেলা, অনাদরে খেজুর গাছ দেখতে পাওয়া যেত।

advertisement

আরও পড়ুন : পেশিশক্তির ঝলক, ফিটনেসে উন্মাদনা বারাসাতে! সেরা বডি বিল্ডারদের দুর্দান্ত পারফরম্যান্সে বাজিমাত

কিন্তু সময় যত এগিয়েছে, জঙ্গল কেটে বসতি স্থাপনের কারনে খেজুর গাছের সংখ্যা কমেছে। আর তার ফলস্বরুপ নলেন গুড়ের ভাঁড়ারে টান পড়েছে। আর তাই এবার সরকারের পাশাপাশি নড়েচড়ে বসেছে জয়নগরের মোয়া কারবারিরা। খেজুর গাছ ক্রমশ কমে যাওয়ায় ভাল মানের জয়নগরের মোয়া থেকে বঞ্চিত হচ্ছেন খাদ্যপ্রেমীরা। আর এই মোয়াকে বাঁচাতে বেশি করে খেজুর গাছ লাগানোর উদ্যোগ।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
আর টান পড়বে না নলেন গুড়ের! জয়নগরের মোয়া বাঁচাতে শুরু নতুন উদ্যোগ
আরও দেখুন

তবে শুধু গাছ লাগানো নয়, পাশাপাশি এই চারা গাছগুলির নিয়মিত পরিচর্যার ব্যবস্থা করা হয়েছে। এমন খেজুর গাছের চারা যাতে আরও বসানো হয়, সেই দিকেও প্রশাসনকে নজর দেওয়ার অনুরোধ জানিয়েছেন কারবারিরা। কারণ খেজুর গাছের সংখ্যা এখন গোটা জয়নগরেই অনেক কমে গিয়েছে। তাই নতুন করে এই গাছ না বসানো হলে মোয়া তৈরিতে আগামীদিনে গুড়ের আরও ঘাটতি পড়বে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jaynagar Moa : মোয়া প্রেমীদের জন্য খুশির খবর, আর টান পড়বে না নলেন গুড়ের! জয়নগরের ঐতিহ্য বাঁচাতে শুরু নতুন উদ্যোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল