Body Building Show : পেশিশক্তির ঝলক, ফিটনেসে উন্মাদনা বারাসাতে! সেরা বডি বিল্ডারদের দুর্দান্ত পারফরম্যান্সে বাজিমাত
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Body Building Show : ন্যাশনাল বডি বিল্ডিং স্পোর্টস ফিটনেস ফেডারেশনের উদ্যোগে বারাসাতে জমকালো বডি বিল্ডিং শো।
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায় : ন্যাশনাল বডি বিল্ডিং স্পোর্টস ফিটনেস ফেডারেশনের উদ্যোগে বারাসাতে অনুষ্ঠিত হল এক জমকালো বডি বিল্ডিং শো। বারাসাত ১১ নম্বর রেলগেট সংলগ্ন বারাসাত সান্ধ্য কলেজের প্রেক্ষাগৃহে আয়োজিত এই প্রতিযোগিতায়। যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হয়েছিলেন প্রায় সাড়ে ৩০০ জন প্রতিযোগী।
পুরুষ ও মহিলাদের পাশাপাশি শিশু থেকে প্রবীণ- সকলের জন্যই ছিল পৃথক বিভাগ। চার বছর বয়সী ক্ষুদেদের যোগাসন প্রদর্শনী থেকে শুরু করে ৬০-৬৫ বছর বয়সী অভিজ্ঞ প্রতিযোগীদেরও পেশিশক্তির প্রদর্শনী- সব মিলিয়ে রীতিমতো নজর কেড়েছে এদিনের অনুষ্ঠান। মঞ্চে প্রতিযোগীরা বিভিন্ন ভঙ্গিমায় নিজেদের শারীরিক গঠন ও ফিটনেস তুলে ধরেন।
আরও পড়ুন : সারাবছর চাহিদা, ঘর থেকে মাল নিয়ে যাবে সবাই! চাষ করে মালামাল গোবরুর কৃষক, জমি থাকলে দারুণ বিজনেস
advertisement
advertisement
যা দেখে দর্শক আসনে বসে থাকা মানুষদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, যুব সমাজকে শরীরচর্চার প্রতি আরও আগ্রহী ও সচেতন করতেই এই প্রতিযোগিতার আয়োজন। তাদের মতে, শারীরিক সুস্থতা বজায় থাকলে মানসিক বিকাশও ত্বরান্বিত হয়- এই বার্তাই ছড়িয়ে দেওয়া ছিল অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
এই শো দেখতে আসা উৎসাহী মানুষজন জানালেন, শারীরিক গঠন এভাবে গড়ে তোলা নিতান্তই সাধনার বিষয়। শরীর চর্চার পাশাপাশি মানসিক দিক থেকেও অনেকটাই সুস্থ করে তোলে মানুষকে। ছোট ছোট ছেলে মেয়েরাও যোগব্যায়াম যেভাবে করছে তাতে, শারীরিক বিকাশও ঘটছে তাদের দ্রুত। আর এই শো দেখে অনেকেই উৎসাহিত হবেন। সব মিলিয়ে বারাসাতের এই বডি বিল্ডিং শো জেলা সদর শহরকে শরীরচর্চার এক নতুন দিশা দেখাল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
November 18, 2025 3:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Body Building Show : পেশিশক্তির ঝলক, ফিটনেসে উন্মাদনা বারাসাতে! সেরা বডি বিল্ডারদের দুর্দান্ত পারফরম্যান্সে বাজিমাত
